ওইনখোল বোবোনাজারোভা | |
---|---|
![]() ২০১৪ সালে মিশেল ওবামার কাছ থেকে ওইনখোল বোবোনাজারোভা আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার গ্রহণ করছেন | |
জাতীয়তা | তাজিকিস্তানি |
ওইনখোল বোবোনাজারোভা হলেন একজন তাজিকিস্তানি মানবাধিকার কর্মী।[১] ২০১৪ সালে তার কর্মকাণ্ডের স্বীকৃতিস্বরূপ তাকে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার প্রদান করে মার্কিন পররাষ্ট্র দফতর।
ওইনখোল বোবোনাজারোভা ১৯৯৩ সালে অভ্যুত্থান চেষ্টার অভিযোগের পরিপ্রেক্ষিতে রাষ্ট্রদ্রোহের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল।[২] কিছু মাস জেল খাটতে হয় তাকে। জেল থেকে মুক্তি পাবাত পর তিনি অর্গানাইজেশন ফর সিকিউরিটি অ্যান্ড কোওপারেশন ইন ইউরোপের তাজিকিস্তান শাখার মানবাধিকার কাউন্সিলর হিসেবে নিযুক্ত হন।[২] তিনি ওপেন সোসাইটি নামের একটি সংগঠনের তাজিকিস্তান শাখায় কাজ করা ছাড়াও পারস্পেক্টিভা প্লাস নামের একটি মানবাধিকার সংগঠনের হয়ে কাজ করেছেন যেটি নারী, কয়েদি ও অভিবাসী শ্রমিকদের অধিকার নিয়ে কাজ করে থাকে।[২] তিনি তাজিকিস্তানের প্রথম স্বাধীন কারাগার পর্যবেক্ষণ কর্মসূচি প্রতিষ্ঠার সাথে যুক্ত ছিলেন।[৩]
২০১৩ সালে ওইনখোল বোবোনাজারোভা দেশটির প্রথম নারী হিসেবে তাজিকিস্তানের রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেন। কিন্তু, প্রয়োজনীয় স্বাক্ষর সংগ্রাম করতে না পারায় তিনি দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ব্যর্থ হন।[১][৪][৫]
২০১৪ সালে তিনি আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কারে ভূষিত হন।[১][৩][৫] তিনি তাজিকিস্তানের প্রথম নারী হিসেবে আন্তর্জাতিক সাহসী নারী পুরস্কার লাভ করেন।[৫]