ওকসানা মারকারোভা Оксана Маркарова | |
---|---|
ইউক্রেনের অর্থমন্ত্রী | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৭ জুন ২০১৮ (২২ নভেম্বর ২০১৮ পর্যন্ত ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী ছিলেন) | |
প্রধানমন্ত্রী | ভোলোদিমির গ্রয়জম্যান |
পূর্বসূরী | ওলেক্সান্দার ড্যানিল্যুক |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | রিভনে, ইউক্রেনীয় সোভিয়েত সমাজতান্ত্রিক প্রজাতন্ত্র (বর্তমান ইউক্রেন) | ২৮ অক্টোবর ১৯৭৬
রাজনৈতিক দল | স্বতন্ত্র |
ওকসানা সেরহিয়িভনা মারকারোভা (ইউক্রেনীয়: Оксана Сергіївна Маркарова; জন্ম ২৮ অক্টোবর ১৯৭৬[১]) হলেন একজন ইউক্রেনীয় রাজনীতিবিদ যিনি দেশটির অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।[২] দেশটির আইনসভা ওলেক্সান্দার ড্যানিল্যুককে বরখাস্ত করার পক্ষে মত দিলে তিনি ২০১৮ সালের ৮ জুন ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[৩][৪][৫]
১৯৯৯ সালে মারকারোভা কিয়েভ-মোহিলা একাডেমি থেকে পরিবেশবিজ্ঞানের উপরে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন।[১] ২০০১ সালে যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয় থেকে তিনি পাবলিক ফিন্যান্স অ্যান্ড ট্রেডের উপর আরেকটি মাস্টার্স ডিগ্রি লাভ করেন।[১]
২০১৫ সাল পর্যন্ত মারকারোভা বেসরকারি খাতে যুক্ত ছিলেন।[১] ২০১৫ সালের মার্চে তাকে অর্থ প্রতিমন্ত্রী হিসেবে নিযুক্ত করা হয়।[১] ওলেকসান্দার ড্যানিল্যুক ২০১৮ সালের ৭ জুন বরখাস্ত হলে তিনি ৮ জুন দেশটির ভারপ্রাপ্ত অর্থমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।[৩] [৪][৫] ২০১৮ সালের ২২ নভেম্বর তাকে পূর্ণদায়িত্বে অর্থমন্ত্রী হিসেবে নিযুক্ত করে দেশটির আইনসভা।[২]
তিনি ব্যাংকার ও ব্যবসায়ী ড্যানিলো ভোলিনেটসের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাদের চারজন সন্তান আছে (দুইজন ড্যানিলো ভোলিনেটসের আগের পক্ষের)।[৬]