![]() | |
ক্রীড়া | ক্রিকেট |
---|---|
কার্যক্ষেত্র | ওড়িশা |
সংক্ষেপে | ওসিএ |
প্রতিষ্ঠাকাল | ১৯৪৯[১] |
অধিভুক্ত | ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড |
সদর দফতর | বড়বাটি স্টেডিয়াম |
অবস্থান | কটক |
সভাপতি | প্রণব প্রকাশ দাস |
সচিব | সঞ্জয় বেহেরা[২][৩] |
প্রশিক্ষক | ওয়াসিম জাফর |
অন্যান্য প্রধান কর্মকর্তা | ১৭ |
প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট | |
www | |
![]() |
ওড়িশা ক্রিকেট অ্যাসোসিয়েশন (সংক্ষেপে ওসিএ) হল ভারতের ওড়িশা রাজ্য এবং ওড়িশা ক্রিকেট দলের ক্রিকেট কার্যক্রমের নিয়ন্ত্রক সংস্থা। এটি ১৯৪৯ সালে গঠিত হয়েছিল [১] এবং ১৯৬১ সালে একটি স্বাধীন নিবন্ধিত সংস্থায় পরিণত হয়েছিল[৪] এর সদর দপ্তর কটক বড়বাটি স্টেডিয়াম কমপ্লেক্সে অবস্থিত।[৫] এটি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের অধিভুক্ত। ওসিএ ২০১১ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অনুকরণে ওডিশা প্রিমিয়ার লিগ (ওপিএল) একটি রাজ্য-স্তরের টি-২০ টুর্নামেন্ট শুরু করে।
ওসিএ বিখ্যাত বড়বাটি স্টেডিয়াম পরিচালনা করে এবং ওডিশা ক্রিকেট একাডেমি, নবনির্মিত শচীন টেন্ডুলকার ইনডোর ক্রিকেট হল এবং ওসিএ ক্লাব কমপ্লেক্স এবং ডিআরআইইএমএস ক্রিকেট স্টেডিয়াম, রাভেনশ ইউনিভার্সিটি গ্রাউন্ড, এসসিবি মেডিকেল গ্রাউন্ড, নিমপুর গ্রাউন্ড, বসুন্ধরা (বিদানাসি) এর মতো অনেক গ্রাউন্ডের মতো অবকাঠামো ও সুবিধা পেয়েছে। মাঠ, সানশাইন গ্রাউন্ড, ইত্যাদি।
নীচে ওসিএর রাষ্ট্রপতিদের একটি তালিকা রয়েছে:[৬]
সভাপতি | মেয়াদ |
---|---|
হরেকৃষ্ণ মাহাতাব | ১৪ জুলাই ১৯৪৯ – ২৫ জুলাই ১৯৭৬ |
ভৈরবচন্দ্র মোহান্তি | ২৫ জুলাই ১৯৭৬ – জুলাই ১৯৮০ |
জর্জ পট্টনায়ক | ২৫ জুলাই ১৯৭৬ – ৪ সেপ্টেম্বর ১৯৮৩ |
বি কে বিশ্বওয়াল | ৪ সেপ্টেম্বর ১৯৮৩ – ৩১ জানুয়ারি ১৯৮৬ |
আর বেহেরা | ৩১ জানুয়ারি ১৯৮৬ – ৩০ মার্চ ১৯৯১ |
রণেন্দ্র প্রতাপ সোয়াইন | ৩০ মার্চ ১৯৯১ – ৩০ জুন ১৯৯৬ |
এ এন প্রধান | ৩০ জুন ১৯৯৬ – ২৫ জুন ২০০০ |
প্রমোদ কুমার মিশ্র | ২৫ জুন ২০০০ – ১২ সেপ্টেম্বর ২০০৪ |
রঞ্জীব বিসওয়াল | ১২ সেপ্টেম্বর ২০০৪ – ২ জানুয়ারি ২০১৭ |
পঙ্কজ লোচন মোহান্তি | ২৭ সেপ্টেম্বর ২০১৯ – আগস্ট ২০২২ |
প্রণব প্রকাশ দাস | ২৫ অক্টোবর ২০২২ – বর্তমান |
নীচে ওসিএর সচিবদের একটি তালিকা রয়েছে:[৬]
সেক্রেটারি | মেয়াদ |
---|---|
এস কে বিশ্বাস | জুলাই ১৯৪৯ – ২৫ এপ্রিল ১৯৫৫ |
পি ভি আর মূর্তি | ২৫ এপ্রিল ১৯৫৫ – ১৯ মার্চ ১৯৬১ |
ভৈরবচন্দ্র মোহান্তি | ১৯ মার্চ ১৯৬১ – ২৫ মে ১৯৭৬ |
বিভূতি ভূষণ দাস | ২৫ মে ১৯৭৬ – ২৫ জুন ২০০০ |
আসিরবাদ বেহেরা | ২৫ জুন ২০০০ – ২ জানুয়ারি ২০১৭ |
ধীরেন পাল্লাই (ওসিএ ওয়ার্কিং কমিটির চেয়ারম্যান) | ৫ ফেব্রুয়ারি ২০১৭ – ২৭ সেপ্টেম্বর ২০১৯ |
সঞ্জয় বেহেরা | ২৭ সেপ্টেম্বর ২০১৯ – বর্তমান |
জাতীয় ও রাষ্ট্রীয় টুর্নামেন্টের জন্য ব্যবহৃত ওসিএর ক্রিকেট মাঠগুলির একটি তালিকা নীচে দেওয়া হল।[৭] গাড় -এ আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের মাঠ।
ভেন্যু | শহর |
---|---|
বড়বাটি স্টেডিয়াম | কটক |
ডিআরআইইএমএস গ্রাউন্ড | কটক |
নিমপুর স্পোর্টস গ্রাউন্ড | কটক |
বিদনাসী গ্রাউন্ড | কটক |
সানশাইন গ্রাউন্ড | কটক |
রাভেনশ ইউনিভার্সিটি গ্রাউন্ড | কটক |
কেআইআইটি ক্রিকেট গ্রাউন্ড | ভুবনেশ্বর |
বিকাশ গ্রাউন্ড (বিবিএসআর) | ভুবনেশ্বর |
বিকাশ গ্রাউন্ড (বিআরজি) | বারগড় |
বীর সুরেন্দ্র সাই স্টেডিয়াম | সম্বলপুর |
গান্ধী স্টেডিয়াম | বলাঙ্গির |