পূর্ণ নাম | ওড়িশা ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | কলিঙ্গ ওয়ারিয়র্স জুগারনটস | |||
সংক্ষিপ্ত নাম | ওএফসি | |||
প্রতিষ্ঠিত | ১৪ অক্টোবর ২০১৪ (দিল্লি ডায়নামোস এফসি) ৩১ আগস্ট ২০১৯ (ওড়িশা এফসি) | |||
মাঠ | কলিঙ্গ স্টেডিয়াম ভুবনেশ্বর, ওড়িশা | |||
ধারণক্ষমতা | ১৫,০০০[১] | |||
মালিক | জিএমএস ইনকো.[২] | |||
চেয়ারম্যান | রাজ আথওয়াল[৩] | |||
হেড কোচ | জোসেপ গোম্বাউ | |||
লিগ | ইন্ডিয়ান সুপার লিগ | |||
২০২১-২২ আইএসএল | ৭/১১ | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
ফুটবল পুরুষ |
ফুটবল মহিলা |
ফুটবল পুরুষ (রিজার্ভ) |
ইস্পোর্টস[৪] |
---|
ওড়িশা ফুটবল ক্লাব (এছাড়াও সংক্ষেপে ওড়িশা এফসি নামে পরিচিত) হল ভুবনেশ্বর, ওড়িশায় অবস্থিত একটি ভারতীয় পেশাদার ফুটবল ক্লাব, যেটি ভারতীয় ফুটবলের শীর্ষ লিগ ইন্ডিয়ান সুপার লিগে প্রতিযোগিতা করে। ইন্ডিয়ান সুপার লিগের উদ্বোধনী মৌসুমের আগে, ক্লাবটি দিল্লি ডায়নামোস ফুটবল ক্লাব হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ক্লাবটির নাম পরিবর্তন করে ওড়িশা ফুটবল ক্লাব রাখা হয়, কারণ এটি তার বর্তমান ভিত্তি, ওড়িশার ভুবনেশ্বরের কলিঙ্গা স্টেডিয়ামে চলে আসে।
রাজ আটওয়াল, রেঞ্জার্স, ওয়াটফোর্ড এবং কভেন্ট্রি সিটির সাবেক বাণিজ্যিক প্রধান, বর্তমানে ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।[৩] ডেভিড ভিলা, প্রাক্তন স্প্যানিশ আন্তর্জাতিক এবং প্রিমিয়াম কনসালটিং এজেন্সি DV7 ম্যানেজমেন্টের প্রতিষ্ঠাতা, কারিগরি উপদেষ্টা এবং গ্লোবাল ফুটবল অপারেশনের প্রধান।[৫] জোসেপ গোম্বাউ বর্তমানে প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন; ২০২২-২৩ ইন্ডিয়ান সুপার লিগের মৌসুমের আগে তিনি প্রধান কোচ হিসেবে নিযুক্ত হন।[৬] ২০২২ সালের হিসাবে ওড়িশা এফসি-এর মূল্য $৫.৭২ মিলিয়ন।[৭]
ওড়িশা এফসি এই প্রতীকটি ২০১৯-এর ১৫ সেপ্টেম্বর প্রবর্তন করে। মূলত ওড়িশার সংস্কৃতিকে গুরুত্ব দিতেই এই উদ্যোগ।[২][৮]
২০১৪
|
২০১৫
|
২০১৬−১৮
|
২০১৮−১৯
|
২০১৯−২০
|
২০২০−২১
|
২০২১−
|
পদ | নাম | তথ্যসূত্র |
---|---|---|
প্রধান কোচ | জোসেপ গোম্বাউ | [৯] |
সহকারী কোচ | জেকোবো রামালো ভারেলা | [১০] |
ক্লিফোর্ড মিরান্ডা | [১১] | |
গোলকিপিং কোচ | মনু প্যাট্রিসিও | [১২] |
স্ট্রেংথ ও কন্ডিশনিং কোচ | পাবলো ফার্নান্দেজ লোপেজ | [১৩] |
দলীয় ডাক্তার | প্রবীণ চৌধুরী | [১৪] |
ফিজিওথেরাপিস্ট | ফিরোজ শেখ | [১৫] |
নাভিদ হামিদ | [১৬] | |
টিম ম্যাসিউর | বাইবু পোনারাসেরি রাভুন্নি ত্রিশূর | [১৭] |
পদ | নাম |
---|---|
ফুটবল অপারেশন প্রধান | অভিক চ্যাটার্জী[১৮] |
গ্লোবাল ফুটবল অপারেশন প্রধান | ডেভিড ভিয়া[১৯] |
টেকনিক্যাল কমিটি | ডেভিড ভিয়া[২০] জোসেপ গোম্বাউ[২১] ভিক্টর ওনাতে[২১] |
ফুটবল ডেভেলপমেন্ট প্রধান | জেকোবো রামালো ভ্যারেলা[২২] |
আকাশ নরুলা[২৩] | |
অনূর্ধ্ব-১৮ কোচ (রিজার্ভ দল) | সন্দীপ আলহান[২৪] |
অনূর্ধ্ব-১৫ কোচ | অমিত রানা[২৪] |
অনূর্ধ্ব-১৩ কোচ | কীর্তি কাশ্যপ[২৪] |
অ্যাকাডেমি ও মহিলা ফুটবল প্রধান | রণদীপ বরুয়া[২৪] |
গ্রাসরুট ম্যানেজার | শুভম দাস[২৪] |
ডিজিটাল ও মিডিয়া সংযোগ প্রধান | অয়ন চ্যাটার্জী[২৪] |
পদ | নাম |
---|---|
প্রেসিডেন্ট | রাজ আদওয়াল[৩] |
ক্লাব ডিরেক্টর | অশোক বাজাজ[২৫] |
ক্লাব উপদেষ্টা | রোহন শর্মা[৩] |
ক্রয়-বিক্রয় ও বাজার প্রধান | ময়ঙ্ক শর্মা[২৬] |
অর্থ প্রধান | অজিত পাণ্ডা[২৫] |
বাণিজ্যিক সহযোগিতা ম্যানেজার | যশ চুঘ[২৭] |
নাম | দেশ | সময়কাল |
---|---|---|
হার্ম ভন ফেল্ডোভেন | বেলজিয়াম | ২০১৪ |
রবার্তো কার্লোস | ব্রাজিল | ২০১৫ |
জিয়ানলুকা জামব্রোত্তা | ইতালি | ২০১৬ |
মিগুয়েল অ্যাঞ্জেল পর্তুগাল | স্পেন | ২০১৭–২০১৮ |
জোসেপ গোম্বাউ | স্পেন | ২০১৮–২০২০ |
স্টুয়ার্ট ব্যাক্সটার | স্কটল্যান্ড | ২০২০–২০২১ |
কিকো রামিরেজ | স্পেন | ২০২১–২০২২ |
জোসেপ গোম্বাউ | স্পেন | ২০২২– |
ওড়িশা ফুটবল ক্লাব ইস্পোর্টস ফিফা দল | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
খেলোয়াড় | প্রশিক্ষক | |||||||||
|
| |||||||||
| ||||||||||
পাদটীকা:
|
সর্বশেষ দলের চুক্তি: ১৯ নভেম্বর ২০২১। |