ওড়িশা রাজ্য চলচ্চিত্র পুরস্কার |
---|
বিবরণ | ওড়িশার চলচ্চিত্রে উৎকর্ষতার জন্য |
---|
দেশ | ভারত |
---|
পুরস্কারদাতা | সংস্কৃতি বিভাগ, ওড়িশা সরকার |
---|
প্রথম পুরস্কৃত | ১৯৭৩ |
---|
ওড়িশা রাজ্য চলচ্চিত্র পুরস্কার হল ভারতের ওড়িশা রাজ্যের চলচ্চিত্রের জন্য প্রদত্ত পুরস্কার। ওড়িশা সরকারের সংস্কৃতি বিভাগ এই পুরস্কার প্রদান করে থাকে।[১] এই পুরস্কারের উদ্দেশ্য হল নান্দনিক মূল, উচ্চ মানসম্পন্ন ও সমজের সাথে প্রাসঙ্গিক ওড়িশা ভাষায় নির্মিত চলচ্চিত্রকে উৎসাহিত করা। ১৯৬৮ সাল থেকে এই পুরস্কার প্রবর্তিত হয় এবং ১৯৭৩ সাল থেকে পুরস্কার প্রদান শুরু হয়। সংস্কৃতি বিভাগের স্বাধীন জুরি এই পুরস্কার গ্রহীতাদের নির্বাচন করে। জুরি বোর্ডে চলচ্চিত্র ব্যক্তিত্ব, শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ, সাংবাদিক ও সরকারি কর্মকর্তাগণ জড়িত থাকেন।
এই পুরস্কারের বিভিন্ন বিভাগসমূহ হল[১]
- শ্রেষ্ঠ চলচ্চিত্র: প্রযোজককে নগদ ১৫,০০০ রুপী ও একটি সনদ
- শ্রেষ্ঠ শিক্ষামূলক/শিশুতোষ চলচ্চিত্র: প্রযোজককে নগদ ৭,৫০০ রুপী ও একটি সনদ
- শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্র: প্রযোজককে নগদ ৫,০০০ রুপী ও একটি সনদ এবং পরিচালককে নগদ ২,৫০০ রুপী ও একটি সনদ
- অভিনেতা: নগদ ৫,০০০ রুপী ও একটি সনদ
- অভিনেত্রী: নগদ ৫,০০০ রুপী ও একটি সনদ
- পার্শ্ব অভিনেতা: নগদ ৩,০০০ রুপী ও একটি সনদ
- পার্শ্ব অভিনেত্রী: নগদ ৩,০০০ রুপী ও একটি সনদ
- শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী: নগদ ৩,০০০ রুপী ও একটি সনদ
- শ্রেষ্ঠ শিশু শিল্পী: নগদ ২,০০০ রুপী ও একটি সনদ
- শ্রেষ্ঠ পরিচালক: নগদ ৭,৫০০ রুপী ও একটি সনদ
- শ্রেষ্ঠ কাহিনিকার: নগদ ৫,০০০ রুপী ও একটি সনদ
- শ্রেষ্ঠ চিত্রনাট্য: নগদ ৩,০০০ রুপী ও একটি সনদ
- শ্রেষ্ঠ গীতিকার: নগদ ৩,০০০ রুপী ও একটি সনদ
- শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক: নগদ ৫,০০০ রুপী ও একটি সনদ
- শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী: নগদ ৫,০০০ রুপী ও একটি সনদ
- শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী: নগদ ৫,০০০ রুপী ও একটি সনদ
- শ্রেষ্ঠ চিত্রগ্রাহক: নগদ ৫,০০০ রুপী ও একটি সনদ
- শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদক: নগদ ৩,০০০ রুপী ও একটি সনদ
- শ্রেষ্ঠ শিল্প নির্দেশক: নগদ ৩,০০০ রুপী ও একটি সনদ
- শ্রেষ্ঠ শব্দগ্রাহক: নগদ ৩,০০০ রুপী ও একটি সনদ
- বিশেষ জুরি পুরস্কার: নগদ ৪,০০০ রুপী ও একটি সনদ
- জয়দেব পুরস্কার (আজীবন সম্মননা): নগদ ২৫,০০০ রুপী ও একটি সনদ
|
---|
বিভাগ | চলচ্চিত্র | |
---|
অভিনয়ের পুরস্কার | |
---|
পরিচালনা ও লেখনী |
- শ্রেষ্ঠ পরিচালক
- শ্রেষ্ঠ কাহিনিকার
- শ্রেষ্ঠ চিত্রনাট্য
|
---|
সঙ্গীতের পুরস্কার |
- শ্রেষ্ঠ গীতিকার
- শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক
- শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য কণ্ঠশিল্পী
- শ্রেষ্ঠ নারী নেপথ্য কণ্ঠশিল্পী
|
---|
কারিগরী পুরস্কার |
- শ্রেষ্ঠ চিত্রগ্রাহক
- শ্রেষ্ঠ চলচ্চিত্র সম্পাদক
- শ্রেষ্ঠ শিল্প নির্দেশক
- শ্রেষ্ঠ শব্দগ্রাহক
|
---|
বিশেষ পুরস্কার |
- বিশেষ জুরি পুরস্কার
- জয়দেব পুরস্কার
|
---|
|
---|