ওলিউড নামেও পরিচিত ওড়িয়া চলচ্চিত্র , ভারতের ওড়িশা রাজ্যের ভুবনেশ্বর এবং কটকে নির্মিত ওড়িয়া ভাষার চলচ্চিত্র। [১] [২] ওলিউড নামটি ওড়িয়া এবং হলিউড শব্দের একটি পর্টমেন্ট। [৩]
ওড়িয়া ভাষায় কোনো নির্বাক চলচ্চিত্র নির্মিত হয়নি। সীতা বিবাহ ছিল ১৯৩৬ সালে মোহন সুন্দর দেব গোস্বামী পরিচালিত রামায়ণের গল্পের উপর ভিত্তি করে নির্মিত প্রথম ওড়িয়া চলচ্চিত্র। এটি কামপাল মিশ্রের একটি নাটক অবলম্বনে নির্মিত। ছবিটি মাত্র ৩০,০০০ টাকায় তৈরি করা হয়েছিল এবং এতে ১৪টি গান ছিল।