গঠিত | ২০২০ |
---|---|
সদরদপ্তর | ইউএসএ |
প্রতিষ্ঠাতামন্ডলী | জা'দান জনসন এবং গুই কাভালক্যান্তি |
ওয়েবসাইট | https://opensourcemedicalsupplies.org/ |
ওপেন সোর্স মেডিক্যাল সাপ্লাইজ হল একটি অলাভজনক সংস্থা সংস্থা যা ব্যক্তিগত সুরক্ষামূলক সামগ্রী এবং কোভিড ১৯ মহামারীর প্রয়োজনীয় চিকিৎসা সামগ্রী তৈরির জন্য উন্মুক্ত ডিজাইন সমন্বয় ও ব্যবহার করে থাকে।[১][২]
ওপেন সোর্স মেডিক্যাল সাপ্লাইজ প্রতিষ্ঠিত হয়েছিল জা'দান জনসন [২] এবং গুই কাভলক্যান্তি[৩][৪] মাধ্যমে ২০২০ সালের মার্চ মাসে কোভিড -১৯ বিস্তারকালীন সময়ে। [১] সংগঠনের প্রাথমিক কার্যক্রম একটি ফেসবুক গ্রুপের মাধ্যমে সমন্বিত হয়েছিল[৫][৬] যা পরবর্তীতে বৃদ্ধি পেয়ে ৫২,০০০ সদস্যের গ্রুপে পরিণত হয়।[২] ১৩০ জনের একটি দল গ্রুপের তথ্য সমন্বয় ও সংশোধন এর কাজে নিয়োজিত ছিল।[৪]
ওপেন সোর্স মেডিক্যাল সাপ্লাইজ ১৯৫টি নিজে করার উপযোগী নির্দেশাবলীর একটি তালিকা প্রদান করে যা মাস্ক সহ স্বাস্থ্যসেবা সামগ্রী কীভাবে তৈরি করা যায় তার নির্দেশনা দেয়। [১] সমস্ত ডিজাইন ত্রিশজন স্বাস্থ্যসেবা বিশেষজ্ঞের একটি দল দ্বারা যাচাই করা হয়।[১][২] ওপেন সোর্স মেডিক্যাল সাপ্লাইজ ১৫ মিলিয়নেরও বেশি চিকিৎসা সামগ্রী বিভিন্ন দেশে রপ্তানি করেছে ।[৩]
ওপেন সোর্স ভেন্টিলেটর আয়ারল্যান্ড প্রজেক্ট এই গ্রুপ দ্বারাই অনুপ্রাণিত।[৭]
|pmc=
এর মান পরীক্ষা করুন (সাহায্য)।
|s2cid=
value (সাহায্য)। ডিওআই:10.32388/VF6WTE।