অবস্থা | সক্রিয় |
---|---|
প্রতিষ্ঠাকাল | ২০০৬ |
দেশ | যুক্তরাজ্য |
সদরদপ্তর | লন্ডন |
প্রকাশনা | বই, সাময়িকী |
বিষয়বস্তু | মানবিক |
ওয়েবসাইট | www |
ওপেন হিউম্যানিটিস প্রেস (ওএইচপি) মানবিকের একটি আন্তর্জাতিক উন্মুক্ত প্রবেশাধিকারের প্রকাশনা উদ্যোগ। যা সমালোচনামূলক ও সাংস্কৃতিক তত্ত্বকে স্বতন্ত্র করে তোলে। ওএইচপির সম্পাদকীয় বোর্ডে আল্যাঁ বাদিউ, জনাথন কুলার, স্টিফেন গ্রিনব্ল্যাট, জাঁ-ক্লদ গিউডন, জে হিলিস মিলার, আন্তোনিও নেগ্রি, পিটার সাবার এবং গায়ত্রী চক্রবর্তী স্পিভাক প্রমুখের মত শীর্ষস্থানীয় জ্ঞানীরা আছেন।
ওপেন হিউম্যানিটিস প্রেস (ওএইচপি) পল অ্যাশটন (অস্ট্রেলিয়া), গ্যারি হল (যুক্তরাজ্য), সিগি জটকান্ডট (অস্ট্রেলিয়া) এবং ডেভিড অটিনা (যুক্তরাজ্য) কর্তৃক প্রতিষ্ঠিত এক বিদ্বান নেতৃত্বাধীন প্রকাশনা উদ্যোগ। এর উদ্দেশ্য মানবিক ক্ষেত্রে উন্মুক্ত প্রবেশাধিকার প্রকাশনা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং উন্মুক্ত প্রবেশাধিকার সাময়িকীগুলোর প্রচারমূলক এবং প্রযুক্তিগত সহায়তা প্রদান করার জন্য ওএইচপি'র সম্পাদকীয় গোষ্ঠী সম্মিলিতভাবে তাদেরকে যোগদানের জন্য আমন্ত্রণ জানায়।
ওএইচপি ২০০৮ সালের মে মাসে সাতটি উন্মুক্ত প্রবেশাধিকার সাময়িকী দিয়ে চালু হয় এবং পাবলিক লাইব্রেরি অব সায়েন্সের দ্বারা "beacon of hope" ("আশার বাতিঘর") নামে অভিহিত হয়।[১] ২০০৯ সালের আগস্টে ওএইচপি ঘোষণা করে যে, ওএইচপি বোর্ডের ঊর্ধ্বতন সদস্যদের দ্বারা সম্পাদিত উন্মুক্ত প্রবেশাধিকার বই তারা ধারাবাহিক আকারে প্রকাশ করা শুরু করবে।
প্রকরণগ্রন্থ সিরিজগুলো:
সাময়িকী:
ওপেন হিউম্যানিটিস প্রেস কয়েকটি উন্মুক্ত প্রবেশাধিকার সাময়িকী হোস্ট করে। যার মধ্যে উল্লেখযোগ্য: