ওবে اوبه | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান | |
স্থানাঙ্ক: ৩৪°২২′২৪″ উত্তর ৬৩°১১′৪৩″ পূর্ব / ৩৪.৩৭৩৪° উত্তর ৬৩.১৯৫২° পূর্ব | |
দেশ | ![]() |
প্রদেশ | হেরাত প্রদেশ |
জনসংখ্যা (২০১২)[১] | |
• মোট | ৭৩,৬০০ |
ওবে জেলা আফগানিস্তানের হেরাত প্রদেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির উত্তর সীমান্তে বাদঘিজ প্রদেশ, পূর্বে চিশতি শরীফ জেলা, দক্ষিণে ফারসি জেলা, দক্ষিণে আদরাস্কান জেলা এবং পশ্চিমে পশতুন জার্গুন জেলা ও কারুখ জেলা এর সাথে সীমান্ত বরাবর অবস্থান করছে।
২০১২ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী জেলাটিতে জনসংখ্যা ছিল প্রায় ৭৬,৬০০ জন।[১] জেলাটির কেন্দ্রীয় শহর এর নাম হচ্ছে ওবে বা (ওব্বি) শহর। হরি নদী জেলাটির মধ্য দিয়ে প্রবাহিত হয়ে থাকে।
নিম্নবর্ণিত সারণিটিতে জেলার সনাতন পদ্ধতিতে চাষাবাদ ও বৃষ্টিপাতের উপর নির্ভর করে মোট জমির পরিমাণ প্রদর্শন করে।[২]
মোট | বাষ্পীকৃত | বৃষ্টিনির্ভর | বন (হেক্টর) |
---|---|---|---|
৭৯,৮৭৯ | ৭৭,৭৯৯ | ১৫১,৯৮১ | ৮১,৫৫০ |
![]() |
আফগানিস্তানের হেরাত প্রদেশ এর অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |