ধরন | সরকারি[১] |
---|---|
স্থাপিত | ১৯০১ |
সভাপতি | অধ্যাপক হাসান আব্বাস পূর্ববর্তীঃ অধ্যাপক মোহাম্মদ ওসমান সালিহ |
অবস্থান | , |
ওয়েবসাইট | www |
ওমদুরমান ইসলামি বিশ্ববিদ্যালয় (ওআইইউ) সুদানের ওমদুরমানে অবস্থিত একটি বিশ্ববিদ্যালয়। প্রায় ৮০০ ফেডডান (৩,৩৬০,০০০ বর্গ মিটার) এলাকার উপর বিশ্ববিদ্যালয়টি নির্মিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়টি প্রাথমিকভাবে ইসলামী পড়াশোনার জন্য নির্মাণ করা হয়। তবে পরবর্তীতে বিশ্ববিদ্যালয়টি প্রকৌশল, কৃষি ও চিকিৎসাবিদ্যার মত অন্যান্য ক্ষেত্রগুলোও শিক্ষা কার্যক্রমের অন্তর্ভুক্ত করেছে। ওমদুরমান ইসলামিক বিশ্ববিদ্যালয়টিইসলামিক ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ ফেডারেশনের সদস্য। [২]
ওমদুরমান ইসলামিক বিশ্ববিদ্যালয়কে ওমদুরমান বৈজ্ঞানিক ইনস্টিটিউটও বলা হয়। আধুনিক সুদানে প্রতিষ্ঠিত প্রথম বেসরকারী বৈজ্ঞানিক ইনস্টিটিউটটি হল ওমদুরমান বৈজ্ঞানিক ইনস্টিটিউট। সুদানের অনেক পণ্ডিত ও বিশিষ্ট ব্যক্তি এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।
সুদানের পণ্ডিতরা উপনিবেশিক সরকারকে ওমদুরমান বৈজ্ঞানিক ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য অনুরোধ করেছিলেন। ১৯১২ সালে বিদেশী শিক্ষার অংশ হিসাবে ইনস্টিটিউটটি প্রতিষ্ঠা করা হয়। আল-আজহারের ব্যবস্থাপনায় ইনস্টিটিউটটি সুদানের নিয়মিত ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান হিসাবে গড়ে ওঠে।
বিংশ শতাব্দীর ষাটের দশকের মাঝামাঝি সময়ে এই বৈজ্ঞানিক প্রতিষ্ঠানটি উন্নীত হয়। পরবর্তীকালে ১৯৬৫ সালে ওমদুরমান ইসলামিক বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়।