ওমনা জেলা

২০১৪ সালে ওমনা জেলায় আফগান স্থানীয় পুলিশ এবং অন্যান্য আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী পর্বতটিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে।

ওমনা জেলা (পশতু: اومنه ولسوالۍ, ফার্সি: ولسوالی اومنه) আফগানিস্তানের পাক্তিকা প্রদেশের একটি অন্যতম জেলা। ২০০৪ সালে জেলাটি জেলাটি গঠন করা হয়েছিল। আফগানিস্তানের অন্যান্য জেলার মত জেলাটিতে সঠিক জনসংখ্যার কোন তথ্য পাওয়া যায়নি।