ওমর শরিফ | |
---|---|
عمر الشريف | |
জন্ম | মাইকেল দিমিত্রি শেলুব ১০ এপ্রিল ১৯৩২ আলেকজান্দ্রিয়া, মিশর |
মৃত্যু | ১০ জুলাই ২০১৫ কায়রো, মিশর | (বয়স ৮৩)
মৃত্যুর কারণ | হৃদরোগ |
জাতীয়তা | মিশরীয় |
অন্যান্য নাম | ওমর আল-শরিফ,[১][২] ওমর শেরিফ[৩] |
শিক্ষা | ভিক্টোরিয়া কলেজ, আলেক্সান্দ্রিয়া |
মাতৃশিক্ষায়তন | কায়রো বিশ্ববিদ্যালায় |
পেশা | অভিনেতা |
কর্মজীবন | ১৯৫৪–২০১৫ |
দাম্পত্য সঙ্গী | ফাতেন হামামা (১৯৫৪–১৯৭৪) |
সন্তান | তারেক আল-শরিফ |
পুরস্কার |
|
ওমর শরিফ (মিশরীয় আরবি: عمر الشريـف, মিশরীয় আরবি: ˈʕomɑɾˤ eʃʃɪˈɾiːf) ওরফে মাইকেল দিমিত্রি শেলুব (মিশরীয় আরবি: miˈʃel dɪˈmitɾi ʃælˈhuːb; ১০ এপ্রিল ১৯৩২– ১০ জুলাই ২০১৫) একজন মিশরীয় অভিনেতা। তার বেশকিছু বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে লরেন্স অব অ্যারাবিয়া (১৯৬২), ডক্টর ঝিভাগো (১৯৬৫), ম্যাকেনাস গোল্ড (১৯৬৯) আর ফানি গার্ল (১৯৬৮)। একাডেমি পুরস্কারের জন্য তিনি একবার মনোনীত হয়েছিলেন। তিনবার তিনি গোল্ডেন গ্লোব ও একবার সেজার পুরস্কারে ভূষিত হয়েছেন।