সংঘ | ওমান ক্রিকেট | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল | ||||||||||
আইসিসি মর্যাদা | সহযোগী সদস্য (২০০০) সহযোগী সদস্য (২০১৪) | |||||||||
আইসিসি অঞ্চল | এশিয়া | |||||||||
| ||||||||||
আন্তর্জাতিক ক্রিকেট | ||||||||||
প্রথম আন্তর্জাতিক | ওমান ব মালয়েশিয়া (কুয়ালালামপুর; ৩ জুলাই ২০০৯) | |||||||||
টোয়েন্টি২০ আন্তর্জাতিক | ||||||||||
প্রথম টি২০আই | বনাম কাতার, ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দোহা; ১৭ জানুয়ারি ২০২০ | |||||||||
সর্বশেষ টি২০আই | জার্মানি, আল আমিরাত ক্রিকেট স্টেডিয়াম, আল আমিরাত, মাস্কাট; ৮ ফেব্রুয়ারি ২০২০ | |||||||||
| ||||||||||
২৩ সেপ্টেম্বর ২০২১ অনুযায়ী |
ওমান জাতীয় মহিলা ক্রিকেট দল বিশ্ব মহিলা ক্রিকেটের মঞ্চে ওমানের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে। ২০০০ সাল থেকে এটি আইসিসির সদস্য।
২০০৯ এশিয়ান মহিলা টি২০ চ্যাম্পিয়নশিপ-এ ওমান দল মালয়েশিয়ায় প্রথম ক্রিকেট ম্যাচ খেলে।[৪] গ্রুপ পর্বে কেবলমাত্র কুয়েতের সাথে জিতেছিল।[৫] ভুটানের কাছে হেরে দশম স্থান অধিকার করেছিল।[৬]
রেকর্ড | ||||||
ফরম্যাট | খে | জ | হা | টাই | ফহ | প্রথম ম্যাচ |
---|---|---|---|---|---|---|
টুয়েন্টি২০ আন্তর্জাতিক | ৯ | ৩ | ৬ | ০ | ০ | ১৭ জানুয়ারি ২০২০ |
১৩০/৬ বনাম কাতার, ১৮ জানুয়ারি ২০২০, ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দোহা[৭]
৪৪ (সাক্ষী শেট্টি) বনাম কাতার, ১৮ জানুয়ারি ২০২০, ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দোহা[৮]
৩/৮ (অংশিতা তিওয়ারি) বনাম কুয়েত, ১৯ জানুয়ারি ২০২০, ওয়েস্ট এন্ড পার্ক আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম, দোহা[৯]
প্রতিপক্ষ | খে | জ | হা | টাই | ফহ | প্রথম ম্যাচ | প্রথম জয় |
---|---|---|---|---|---|---|---|
আইসিসি সহযোগী সদস্য | |||||||
জার্মানি | ৪ | ০ | ৪ | ০ | ০ | ৪ ফেব্রুয়ারি ২০২০ | |
কুয়েত | ৩ | ১ | ২ | ০ | ০ | ১৭ জানুয়ারি ২০২০ | ১৯ জানুয়ারি ২০২০ |
কাতার | ২ | ২ | ০ | ০ | ০ | ১৭ জানুয়ারি ২০২০ | ১৭ জানুয়ারি ২০২০ |