ওয়াইজে-৮৩ হলো গণচীনে তৈরি একটি জাহাজ বিদ্ধংসী ক্ষেপণাস্ত্র।এটি ভূমি ও আকাশ থেকে ক্ষেপণ করা সম্ভব।[১]
ওয়াইজে-৮৩ | |
---|---|
ওয়াইজে-৮৩ ক্ষেপণাস্ত্র | |
প্রকার | জাহাজ বিদ্ধংসী ক্ষেপণাস্ত্র |
উদ্ভাবনকারী | গণচীন |
ব্যবহার ইতিহাস | |
ব্যবহারকাল | ১৯৯৮ |
ব্যবহারকারী | দেখুন |
উৎপাদন ইতিহাস | |
উৎপাদনকারী | চীন মহাকাশ,বিজ্ঞান ও শিল্প কর্পোরেশন |
তথ্যাবলি | |
ওয়ারহেড | ১৯০ কেজি উচ্চ বিস্ফোরক খণ্ড (ওয়াইজে-৮৩) ১৬৫ কেজি উচ্চ বিস্ফোরক খণ্ড (ওয়াইজে-৮৩কে) |
ইঞ্জিন | সিটিজে-২ টার্বোজেট |
অপারেশনাল রেঞ্জ |
১৮০ কিমি (ওয়ইজে-৮৩, ওয়াইজে-৮৩কে) ২৩০ কিমি (ওয়াইজে-৮৩কেএইচ) ১২০ কিমি (সি-৮০২) |
গতিবেগ | ম্যাক ০.৯ |
নির্দেশনা পদ্ধতি |
ইনারশিয়াল নেভিগেশন/স্বক্রিয় রাডার টার্মিনাল গাইডেন্স |
লঞ্চ প্লাটফর্ম |
ভূমি এবং আকাশ |
ওয়াইজে-৮৩ মাইক্রোপ্রসেসর এবং একটি স্ট্র্যাপডাউন ইনারশিয়াল রেফারেন্স ইউনিট ব্যবহার করে যা ওয়াইজে-৮ এবং রফতান সি-৮০২ এর তুলনায় আরও কমপ্যাক্ট রয়েছে, যার ফলে ওয়াইজে-৮৩ এর ব্যাপ্তি হলো ১৮০ কিলোমিটার এবং গতি ম্যাক ০.৯। এই ক্ষেপণাস্ত্রটি চাইনিজ সিটিজে-২ টার্বোজেট চালিত করেছে এবং এতে ১৯০ কেজি উচ্চ বিস্ফোরক খন্ড রয়েছে। টার্মিনাল গাইডেন্স একটি সক্রিয় রাডার দ্বারা হয়।[১]
ওয়াইজে-৮৩কে এর ব্যাপ্তি হলো ১৮০ কিমি এর গতি ম্যাক ০.৯।এটি ১৬৫ কেজি উচ্চ বিস্ফোরক খণ্ড বহন করে।[১] এটিই হল পিপলস লিবারেশন আর্মি নেভাল এয়ার ফোর্সের স্ট্যান্ডার্ড জাহাজ বিদ্ধংসী ক্ষেপণাস্ত্র।[২] উন্নতওয়াইজে-৮৩কেএইচ ইমেজিং-ইনফ্রারেড সন্ধানকারী ব্যবহার করে এবং এর পরিসর ২৩০ কিমি।[৩]
সি-৮০২ হলো ওয়াইজে-৮৩ এর রফতানি সংস্করণ।[৪] এটিতে ব্যবহারকরা হয়েছে ফরাসি টিআরআই ৬০-২ টার্বোজেট।[১] এর ব্যাপ্তি হলো ১২০ কিলোমিটার (৬৫ নটিক্যাল মাইল).[৪]
সি-৮০২এ হলো সি-৮০২ এর উন্নত সংস্করণ।এর ব্যাপ্তি হলো ১৯০ কিলোমিটার (১০০ নটিক্যাল মাইল) সি-৮০২একে হলো ওয়াইজে-৮৩কে এর রফতানি সংস্করণ।এর ব্যাপ্তি হলো১৯০ কিলোমিটার (১০০ নটিক্যাল মাইল)[৪]
<ref>
ট্যাগ বৈধ নয়; Dominguez
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি