ওয়াগলে কি দুনিয়া | |
---|---|
ধরন | সিটকম |
নির্মাতা | আর. কে. লক্ষ্মণ |
পরিচালক | কুন্দন শাহ |
অভিনয়ে |
|
সুরকার | বনরাজ ভাটিয়া |
মূল দেশ | ভারত |
মূল ভাষা | হিন্দি |
পর্বের সংখ্যা | ১৩ |
নির্মাণ | |
প্রযোজক | রবি ওঝা |
ক্যামেরা সেটআপ | একক ক্যামেরা |
ব্যাপ্তিকাল | ৪৫ মিনিট |
মুক্তি | |
মূল নেটওয়ার্ক | ডিডি ন্যাশনাল |
মূল মুক্তির তারিখ | ১৯৮৮ ১৯৯০ | –
ওয়াগলে কি দুনিয়া হলো ভারতীয় হিন্দি ভাষার একটি সিটকম টেলিভিশন ধারাবাহিক, যা ডিডি ন্যাশনাল-এ ১৯৮৮ থেকে ১৯৯০ সাল পর্যন্ত সম্প্রচারিত হয়েছিল। ধারাবাহিকটি পরিচালনা করেছিলেন কুন্দন শাহ এবং প্রযোজনা করেছিলেন দুর্গা খোটে। ধারাবাহিকটি কার্টুন শিল্পী আর. কে. লক্ষ্মণের সৃষ্ট কয়েকটি চরিত্রের উপর ভিত্তি করে নির্মিত হয়েছিল। ধারাবাহিকটিতে প্রধান ভূমিকায় অভিনয় করেছেন অঞ্জন শ্রীবাস্তব ও ভারতী আচরেকার।[১]