ওয়াজির আলি খান | |||||
---|---|---|---|---|---|
মীর্জা (রাজকীয় উপাধি) আওধের নবাব উজির মরহুম ওয়া মাকফুর[nt ১] | |||||
রাজত্ব | ১৭৯৭-১৭৯৮ | ||||
রাজ্যাভিষেক | ২১ সেপ্টেম্বর ১৭৯৭, লখনৌ | ||||
পূর্বসূরি | আসাফউদ্দৌলা | ||||
উত্তরসূরি | দ্বিতীয় সাদাত আলি খান | ||||
জন্ম | ১৯ এপ্রিল ১৭৮০ লখনৌ | ||||
মৃত্যু | ১৫ মে ১৮১৭ ফোর্ট উইলিয়াম, কলকাতা | ||||
সমাধি | কাশি বাগান, কলকাতা | ||||
| |||||
প্রাসাদ | নিশাপুরি | ||||
ধর্ম | ইসলাম |
ওয়াজির আলি খান (হিন্দি: वज़ीर अली खान, উর্দু: وزیر علی خان)(১৯ এপ্রিল ১৭৮০ – ১৫ মে ১৮১৭) ছিলেন আওধের চতুর্থ নবাব উজির[১] ২১ সেপ্টেম্বর ১৭৯৭ থেকে ২১ জানুয়ারি ১৭৯৮ পর্যন্ত তিনি ক্ষমতায় ছিলেন।[২]
ওয়াজির আলি খান ছিলেন নবাব আসাফউদ্দৌলার পালকপুত্র।[৩] আসাফউদ্দৌলার কোনো পুত্র ছিল না।
আসাফউদ্দৌলার মৃত্যুর পর ১৭৯৭ সালের সেপ্টেম্বরে ওয়াজির আলি খান সিংহাসনে বসেন। ব্রিটিশরা তাকে সমর্থন দিয়েছিল। তবে চার মাস পরে ব্রিটিশরা তাকে অবিশ্বস্ত বলে অভিযোগ করে। স্যার জন শোরকে এসময় ১২ ব্যাটেলিয়নসহ প্রেরণ করা হয় এবং ওয়াজির আলি খানের স্থলে তার চাচা দ্বিতীয় সাদাত আলি খানকে ক্ষমতায় বসানো হয়।
পূর্বসূরী আসাফউদ্দৌলা |
আওধের নবাব উজির আল-মামালিক ২১ সেপ্টেম্বর ১৭৯৭ – ২১ জানুয়ারি ১৭৯৮ |
উত্তরসূরী দ্বিতীয় সাদাত আলি খান |