ওয়াজিরান, নবাব নিগার মহল সাহিবা নামেও পরিচিত, ছিলেন একজন ভারতীয় গণিকা (তাওয়াইফ)। লখনউয়ের শেষ নবাব ওয়াজিদ আলি শাহের কাছে তিনি ঘন ঘন আসতেন। [১] [২] কথিত আছে যে, তিনি যখন রাজা হয়েছিলেন, তখন তিনি তার অভিভাবক আলী নকী খানকে তার উজির (মুখ্যমন্ত্রী) বানিয়েছিলেন। [৩] [৪] তিনি ছিলেন গণিকা বিবি জানের কন্যা।
- ↑ Amir Hasan (১৯৯০)। Vanishing culture of Lucknow। B R Pub corp.। পৃষ্ঠা 123।
- ↑ "Fall of a culture"। Tribune India। ১০ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১২।
- ↑ "Fame and infamy"। Business Line। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১২।
- ↑ "Courtesans of Yore"। Herald of India। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১২।