ওয়াজিরান

ওয়াজিরান, নবাব নিগার মহল সাহিবা নামেও পরিচিত, ছিলেন একজন ভারতীয় গণিকা (তাওয়াইফ)। লখনউয়ের শেষ নবাব ওয়াজিদ আলি শাহের কাছে তিনি ঘন ঘন আসতেন। [] [] কথিত আছে যে, তিনি যখন রাজা হয়েছিলেন, তখন তিনি তার অভিভাবক আলী নকী খানকে তার উজির (মুখ্যমন্ত্রী) বানিয়েছিলেন। [] [] তিনি ছিলেন গণিকা বিবি জানের কন্যা।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Amir Hasan (১৯৯০)। Vanishing culture of Lucknow। B R Pub corp.। পৃষ্ঠা 123। 
  2. "Fall of a culture"Tribune India। ১০ আগস্ট ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১২ 
  3. "Fame and infamy"Business Line। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১২ 
  4. "Courtesans of Yore"Herald of India। সংগ্রহের তারিখ ২৮ জানুয়ারি ২০১২