![]() | ||||
পূর্ণ নাম | ওয়াটফোর্ড ফুটবল ক্লাব | |||
---|---|---|---|---|
ডাকনাম | দ্য হর্নেটস | |||
প্রতিষ্ঠিত | ১৮৮১ ১৮৯৮ (ওয়েস্ট হার্টস এবং ওয়াটফোর্ড সেন্ট মেরির সংমিশ্রণ) | (স্ব-স্বীকৃত)|||
মাঠ | ভিক্যারেজ রোড | |||
ধারণক্ষমতা | ২২,২০০[১] | |||
মালিক | ![]() | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | ![]() | |||
লিগ | ইএফএল চ্যাম্পিয়নশিপ | |||
২০২২–২৩ | ১১তম | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
| ||||
ওয়াটফোর্ড ফুটবল ক্লাব (সাধারণত ওয়াটফোর্ড এফসি অথবা শুধুমাত্র ওয়াটফোর্ড নামে পরিচিত) হচ্ছে ওয়াটফোর্ড ভিত্তিক একটি ইংরেজ পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে। এই ক্লাবটি ১৮৮১ সালে প্রতিষ্ঠিত হয়েছে। ওয়াটফোর্ড এফসি তাদের সকল হোম ম্যাচ ওয়াটফোর্ডের ভিক্যারেজ রোডে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২২,২০০।[৩][৪] বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভালেরিয়েঁ ইসমাইল এবং সভাপতির দায়িত্ব পালন করছেন স্কট ডাক্সবেরি। বর্তমানে অস্ট্রীয় গোলরক্ষক ডানিয়েল বাখমান এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।