ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ওয়ান দু-জে | ||
জন্ম | ১৮ নভেম্বর ১৯৯৭ | ||
জন্ম স্থান | সিউল, দক্ষিণ কোরিয়া | ||
উচ্চতা | ১.৮৭ মিটার (৬ ফুট ১+১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | মধ্যমাঠের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | উলসান হুন্দাই | ||
জার্সি নম্বর | ১৬ | ||
যুব পর্যায় | |||
২০১৬ | হানিয়াং বিশ্ববিদ্যালয় | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৭–২০১৯ | আবিস্পা ফুকুওকা | ৭০ | (২) |
২০২০– | উলসান হুন্দাই | ৩৮ | (১) |
জাতীয় দল‡ | |||
২০১৫–২০১৬ | দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ | ৩ | (০) |
২০১৯– | দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ | ১৭ | (১) |
২০২০– | দক্ষিণ কোরিয়া | ৬ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১২:৫৯, ২ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১২:৫৯, ২ আগস্ট ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ওয়ান দু-জে (কোরীয়: 원두재, কোরীয় উচ্চারণ: [wʌn.du.dzɛ], ইংরেজি: Won Du-jae; জন্ম: ১৮ নভেম্বর ১৯৯৭) হলেন একজন দক্ষিণ কোরীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে দক্ষিণ কোরিয়ার পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর কে লীগ ১-এর ক্লাব উলসান হুন্দাই এবং দক্ষিণ কোরিয়া জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় মধ্যমাঠের খেলোয়াড় এবং কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।
২০১৫ সালে, দু-জে দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২০ দলের হয়ে দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। তিনি ২০২০ সালে দক্ষিণ কোরিয়ার হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; দক্ষিণ কোরিয়ার জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৬ ম্যাচে অংশগ্রহণ করেছেন।
ব্যক্তিগতভাবে, দু-জে বেশ কিছু পুরস্কার জয়লাভ করেছেন, যার মধ্যে ২০২০ এএফসি অনূর্ধ্ব-২৩ চ্যাম্পিয়নশিপের সবচেয়ে মূল্যবান খেলোয়াড়ের পুরস্কার জয় অন্যতম। দলগতভাবে, দু-জে এপর্যন্ত ২টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ১টি উলসান হুন্দাইয়ের হয়ে এবং ১টি দক্ষিণ কোরিয়ার বয়সভিত্তিক দলের হয়ে জয়লাভ করেছেন।
ওয়ান দু-জে ১৯৯৭ সালের ১৮ই নভেম্বর তারিখে দক্ষিণ কোরিয়ার সিউলে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।
দু-জে জাপানে অনুষ্ঠিত ২০২০ গ্রীষ্মকালীন অলিম্পিকের জন্য ২০২১ সালের জুলাই মাসে প্রকাশিত দক্ষিণ কোরিয়া অনূর্ধ্ব-২৩ দলে স্থান পেয়েছেন।[১][২][৩][৪]