ধরন | ব্যক্তিমালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠান |
---|---|
শিল্প | মোবাইল ফোন |
প্রতিষ্ঠাকাল | ১৬ ডিসেম্বর ২০১৩ |
প্রতিষ্ঠাতা | পিট লাও, কার্ল পেই |
সদরদপ্তর | শেনচেন, কুয়াংতুং, চীন[১][২] |
বাণিজ্য অঞ্চল | বিশ্বব্যাপী |
প্রধান ব্যক্তি | পিট লাউ (প্রধান নির্বাহী কর্মকর্তা) |
পণ্যসমূহ | ওয়ানপ্লাস ওয়ান (২০১৪) ওয়ানপ্লাস ২ (২০১৫) ওয়ানপ্লাস এক্স (২০১৫) ওয়ানপ্লাস ৩ (২০১৬) ওয়ানপ্লাস আইকন ওয়ানপ্লাস পাওয়ারব্যাংক অক্সিজেন ওএস (অভারসিস) হাইড্রোজেন ওএস(চীন) |
আয় | ইউএস$ ৩০০ মিলিয়ন (২০১৪) |
মাতৃ-প্রতিষ্ঠান | অপ্পো ইলেকট্রনিকস (smartphone subsidiary of বিবিকে ইলেক্ট্রনিকস) |
ওয়েবসাইট | OnePlus Global OnePlus China |
ওয়ানপ্লাস一加 | |||||||
চীনা | 深圳市万普拉斯科技有限公司 | ||||||
---|---|---|---|---|---|---|---|
আক্ষরিক অর্থ | শেনচেন ওয়ানপ্লাস সাইন্স এবং টেকনোলজি কোম্পানি, চীন | ||||||
|
ওয়ানপ্লাস (চীনা: 一加科技; ফিনিন: Yījiā Kējì) একটি স্মার্টফোন নির্মাতা ব্যবসা প্রতিষ্ঠান, যার প্রধান কার্যালয় চীনের কুয়াংতুং প্রদেশের শেনচেন শহরে অবস্থিত। পিট লাউ এবং কার্ল পেই ২০১৩ সালের ডিসেম্বর মাসে এটি প্রতিষ্ঠা করেন। এটি প্রাতিষ্ঠানিকভাবে বিশ্বের ৩৪টি দেশ বা অঞ্চলে মোবাইল সরবরাহ করে থাকে।[৩]
এ পর্যন্ত প্রতিষ্ঠানটি ১৫টি ভিন্ন স্মার্টফোন বাজারে এনেছে। প্রথম ফোনটি ছিল ওয়ানপ্লাস ওয়ান, যা ২০১৪ সালে বাজারে ছাড়া হয়। সর্বশেষটির নাম ওয়ান প্লাস নাইন প্রো, যা ২০২১ সালের নভেম্বর মাসে বাজারে আসে .