ওয়ার্লপুল নদী | |
---|---|
অবস্থান | |
দেশ | কানাডা |
প্রদেশ | আলবার্টা |
প্রাকৃতিক বৈশিষ্ট্য | |
উৎস | |
• অবস্থান | আথাবাস্কা গিরিপথ |
• স্থানাঙ্ক | ৫২°২৩′৪৬″ উত্তর ১১৮°১২′১৫″ পশ্চিম / ৫২.৩৯৬১১° উত্তর ১১৮.২০৪১৭° পশ্চিম |
• উচ্চতা | ১,৭০৪ মিটার (৫,৫৯১ ফুট) |
মোহনা | |
• অবস্থান | আথাবাস্কা নদী |
• স্থানাঙ্ক | ৫২°৪৪′০৬″ উত্তর ১১৭°৫৭′১৫″ পশ্চিম / ৫২.৭৩৫০০° উত্তর ১১৭.৯৫৪১৭° পশ্চিম |
• উচ্চতা | ১,১২১ মিটার (৩,৬৭৮ ফুট) |
ওয়ার্লপুল নদী কানাডার আলবার্টা প্রদেশের জেসপার জাতীয় উদ্যানে অবস্থিত, কানাডিয় রকি পর্বতমালার মধ্য দিয়ে বয়ে যাওয়া ছোট নদী। নদীটির উৎস আথাবাস্কা গিরিপথে এবং মোহনা আথাবাস্কা নদীতে। ১৮৫৯ সালে স্যার জেমস হেক্টর এই নদীর নামকরণ করেন। তিনি এই নদীর স্রোতে প্রচুর জলাবর্ত(ইংরেজিঃওয়ার্লপুল) থাকার কথা তার নথীতে উল্লেখ করেছিলেন। নদীটি আলবার্টা রকি অঞ্চলের মধ্যে আথাবাস্কা নদীর থাকা প্রাথমিক উপনদী গুলির একটি।[১]
ওয়ার্লপুল নদীর উৎপত্তি আথাবাস্কা গিরিপথে, হুকার বরফক্ষেত্র ও ব্রাউন পর্বতের বরফক্ষেত্রের বারিপাত ও গলিত বরফ এই নদীর প্রবাহের মূল উৎস। এটি আলবার্টা মহাসড়ক ৯৩এ-এর নীচ দিয়ে অতিক্রমের আগে উৎস হতে উত্তর দিকে প্রবাহিত হয়েছে, এই প্রবাহে মধ্য ওয়ার্লপুল নদীর মোহনা যুক্ত আছে। মহাসড়ক অতিক্রমের পর এটি জেসপার নগরের দক্ষিণে আথাবাস্কা নদীর সাথে মিশেছে। আথাবাস্কা নদীতে পতিত হওয়ার আগ পর্যন্ত এই নদীটি মোএব হ্রদ সড়কের সমান্তলারে প্রবাহিত হয়েছে।[১]
ওয়ার্লপুল নদীর উপনদী সমূহঃ-