ওয়ার্ল্ড ওয়ান

ওয়ার্ল্ড ওয়ান
মানচিত্র
সাধারণ তথ্যাবলী
অবস্থানির্মীয়মাণ
ধরনআবাসিক
অবস্থানলোয়ার পারেল
শহরমুম্বাই
দেশভারত
নির্মাণ শুরু২০১১
প্রাক্কলিত সমাপন২০১৮
নির্মাণব্যয়৩২১ মিলিয়ন মার্কিন ডলার
স্বত্বাধিকারীলোধা গ্রুপ (লোঢা গ্রুপ)
Height
স্থাপত্য৪৪২ মি (১,৪৫০ ফু)
শীর্ষবিন্দু পর্যন্ত৪৪২ মি (১,৪৫০ ফু)
শীর্ষ তলা পর্যন্ত৪৪২ মি (১,৪৫০ ফু)
(১১০ তল)
পর্যবেক্ষণাগার পর্যন্ত৩০৪.৮ মি (১,০০০ ফু)
কারিগরী বিবরণ
উপাদানকম্পোজিট
তলার সংখ্যা১১৭ তলা মাটির উপর
২ তলা মাটির নিম্নে
তলার আয়তন৭,৫০,০০০ মি (৮০,৭২,৯৩৩ ফু)
লিফট/এলিভেটর১২
ভূতল৭.১ হেক্টর (১৭.৫ একর)
নকশা ও নির্মাণ
স্থপতিপিয় কব ফ্রিড ও পার্টনার্স
নির্মাতালোধা ডেভেলপার
অবকাঠামোবিদলেসলি ই রবার্টসন অ্যাসোসিয়েটস
প্রধান ঠিকাদার
অন্যান্য তথ্য
ইউনিটসংখ্যা২৯০

দ্য ওয়ার্ল্ড টাওয়ার্স ভারতের মুম্বাইতে নির্মীয়মাণ বিশিষ্টউচ্চতা বিশিষ্ট একটি আবাসিক গগনচুম্বী অট্টালিকা।[] এটি দক্ষিণ মুম্বাইয়ের লোয়ার পারেলের বন্ধ হওয়া শ্রীনিবাস মিলের ৭.১-হেক্টর (১৭.৫ একর) জমিতে নির্মাণ করা হচ্ছে। উক্ত জমিতেই আরও দুটি টাওয়ার ওয়ার্ল্ড ভিউ এবং ওয়ার্ল্ড ক্রেস্ট নির্মাণ করা হবে। ওয়ার্ল্ড ওয়ানের নির্মাণ ব্যয় ধরা হয়েছে ৩২১ মিলিয়ন মার্কিন ডলার বা তারও বেশি। এর নির্মাণকার্য ২০১১ সালে শুরু হয় এবং অনুমান করা হচ্ছে যে ২০১৮ সাল পর্যন্ত নির্মাণকাজ করা হবে। এর নির্মাণকার্য শেষ হলে এটিই হবে ভারতের সর্বোচ্চ তথা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ আবাসিক অট্টালিকা।

ওয়ার্ল্ড ওয়ানের স্থপতি সংস্থা পিয় কব ফ্রিড ও পার্টনার্স এবং গাঠনিক প্রকৌশলী সংস্থা লেসলি ই রবার্টসন অ্যাসোসিয়েটস[]

চিত্রশালা

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Media Kit.cdr" (PDF)। সংগ্রহের তারিখ ১৫ অগাস্ট, ২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Lodha announces World's Tallest Residential Tower | Projects | Construction News"। ConstructionWeekOnline.in। ২৬ মার্চ ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ অগাস্ট, ২০১৬  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |সংগ্রহের-তারিখ= (সাহায্য)

বহিঃসংযোগ

[সম্পাদনা]