ওয়ালি হ্যামন্ড

ওয়ালি হ্যামন্ড
A dark haired man wearing a white shirt, white trousers and cricket pads, holds a cricket bat in the air having just played a shot.
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম
Walter Reginald Hammond
জন্ম(১৯০৩-০৬-১৯)১৯ জুন ১৯০৩
Dover, Kent, England
মৃত্যু১ জুলাই ১৯৬৫(1965-07-01) (বয়স ৬২)
Kloof, Natal, South Africa
ব্যাটিংয়ের ধরনডানহাতি
বোলিংয়ের ধরনডানহাতি ফাস্ট-মিডিয়াম
ভূমিকামাঝারীসারির ব্যাটসম্যান
আন্তর্জাতিক তথ্য
জাতীয় দল
টেস্ট অভিষেক
(ক্যাপ ২২৭)
২৪ ডিসেম্বর ১৯২৭ বনাম দক্ষিণ আফ্রিকা
শেষ টেস্ট২৫ মার্চ ১৯৪৭ বনাম নিউজিল্যান্ড
ঘরোয়া দলের তথ্য
বছরদল
১৯২০-৪৬, ১৯৫১গ্লুচেস্টারশায়ার
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান
প্রতিযোগিতা টেস্ট এফসি
ম্যাচ সংখ্যা ৮৫ ৬৩৪
রানের সংখ্যা ৭,২৪৯ ৫০,৫৫১
ব্যাটিং গড় ৫৮.৪৫ ৫৬.১০
১০০/৫০ ২২/২৪ ১৬৭/১৮৫
সর্বোচ্চ রান ৩৩৬* ৩৩৬*
বল করেছে ৭,৯৬৯ ৫১,৫৭৩
উইকেট ৮৩ ৭৩২
বোলিং গড় ৩৭.৮০ ৩০.৫৮
ইনিংসে ৫ উইকেট ২২
ম্যাচে ১০ উইকেট
সেরা বোলিং ৫/৩৬ ৯/২৩
ক্যাচ/স্ট্যাম্পিং ১১০/– ৮২০/৩
উৎস: ক্রিকেটআর্কাইভ, ১৫ মে ২০১৭

ওয়াল্টার রেগিনাল্ড "ওয়ালি" হ্যামন্ড (ইংরেজি: Wally Hammond; ১৯ জুন ১৯০৩ – ১ জুলাই ১৯৬৫) ছিলেন ইংল্যান্ডের একজন টেস্ট ক্রিকেটার এবং অধিনায়ক। তাকে ক্রিকেটের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন বলে মনে করা হয়।

৮৫ ম্যাচের টেস্ট ক্যারিয়ারে হ্যামন্ড ৭,২৪৯ রান করার পাশাপাশি ৮৩টি উইকেট লাভ করেছেন। তিনি ইংল্যান্ড ক্রিকেট দলের অধিনায়ক হিসেবে ২০টি ম্যাচে নেতৃত্ব দিয়ে ৪টিতে জয়ী হওয়ার সাথে সাথে ৩টিতে পরাজয় এবং অবশিষ্ট ১৩টি ড্র করতে সামর্থ্য হন। ১৯৭০ সালে কলিন কাউড্রে তার এ রেকর্ড ভেঙে ফেলার পূর্বে তিনি টেস্টে সর্বোচ্চ মোট ব্যক্তিগত রানের অধিকারী ছিলেন; এবং তার করা ২২টি টেস্ট সেঞ্চুরি যা ইংল্যান্ডের পক্ষে সর্বাধিকসংখ্যক সেঞ্চুরির রেকর্ড ২০১২ সালে অ্যালাস্টেয়ার কুক ভেঙেছেন।[ও ১][]

১৯৩৩ সালে হ্যামন্ড টেস্টে এক ইনিংসে ব্যক্তিগত সর্ব্বোচ্চ রানের রেকর্ড করেন ৩৩৬* রান করে, যা ১৯৩৮ সালে লেন হাটন ভেঙে দেন। প্রথম-শ্রেণীর ক্রিকেটে হ্যামন্ড ৫০,৫৫১ রান এবং ১৬৭টি সেঞ্চুরি করেছেন, যা ২০১৩ সাল পর্যন্ত যথাক্রমে সপ্তম এবং তৃতীয় সর্ব্বোচ্চ। এতে তিনি ৭৩২টি উইকেটও লাভ করেছেন।

ওয়েস্ট ইন্ডিজ গমন, ১৯৩৪-৩৫

[সম্পাদনা]

১৯৩৪-৩৫ মৌসুমে আর.ই.এস ওয়াটের নেতৃত্বে হার্বার্ট সাটক্লিফহেডলি ভ্যারিটির ন্যায় ইংল্যান্ডের দুইজন সেরা খেলোয়াড় বাদেই এমসিসি দল ওয়েস্ট ইন্ডিজ গমন করে। তাসত্ত্বেও শক্তিমত্তার দিক থেকে দলটি কোন অংশেই কম ছিল না। স্থানীয় এক সংবাদপত্রে এ দলটিকে সর্বাপেক্ষা সেরা দল হিসেবে এ উপকূলে আসার বিষয়ে উল্লেখ করে।[] দলটিতে ওয়ালি হ্যামন্ড ও মরিস লেল্যান্ডের ন্যায় ইংল্যান্ডের বর্তমান ক্রিকেট তারকাদের অংশগ্রহণ ছিল।[]

৮ জানুয়ারি, ১৯৩৫ তারিখে ব্রিজটাউনের কেনসিংটন ওভালে সিরিজের প্রথম টেস্টে বেশ কয়কবার বৃষ্টি আঘাত হানে। ব্যাটিং উপযোগী পিচে তিনদিনই খেলা অসম্ভব হয়ে পড়ে। নিম্নমূখী রানের খেলাটিতে কৌশলত্মাক ভঙ্গীমায় ইনিংস ঘোষণা করা হলে খেলা জমে উঠে। প্রত্যেক দলই তাদের স্বাভাবিক ব্যাটিং অবস্থান পাল্টায়। ইংল্যান্ড ঐ টেস্টে চার উইকেটে জয় তুলে নিতে সক্ষম হয়। মাত্র ৭৩ রানে জয়ের লক্ষ্যমাত্রায় খেলতে নেমে সফরকারী দলের সংগ্রহ একপর্যায়ে ৪৮/৬ হয়। তবে, ওয়ালি হ্যামন্ডের দৃঢ়তাপূর্ণ ব্যাটিংয়ে তারা রক্ষা পায়।[][]

  1. পরবর্তীকালে কলিন কাউড্রে, জিওফ্রে বয়কটকেভিন পিটারসন যৌথভাবে এ রেকর্ডের সাথে যুক্ত হয়েছেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Records: Test matches: Batting records: Most hundreds in a career"। ESPNCricinfo। সংগ্রহের তারিখ ৬ ডিসেম্বর ২০১২ 
  2. Whitaker 2015, পৃ. 121–22।
  3. Manley 1990, পৃ. 45।
  4. Sengupta 2016
  5. Manley 1990, পৃ. 423।

গ্রন্থপঞ্জী

[সম্পাদনা]
টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহকারী ইংরেজ ক্রিকেটার
খেলোয়াড় টেস্ট রান সর্বোচ্চ গড় সেঞ্চুরি
অ্যালাস্টেয়ার কুক ১২৬ ৯,৯৬৪ ২৯৪ ৪৬.৫৬ ২৮
গ্রাহাম গুচ ১১৮ ৮,৯০০ ৩৩৩ ৪২.৫৮ ২০
অ্যালেক স্টুয়ার্ট ১৩৩ ৮,৪৬৩ ১৯০ ৩৯.৫৪ ১৫
ডেভিড গাওয়ার ১১৭ ৮,২৩১ ২১৫ ৪৪.২৫ ১৮
কেভিন পিটারসন ১০৪ ৮,১৮১ ২২৭ ৪৭.২৮ ২৩
জিওফ্রে বয়কট ১০৮ ৮,১১৪ ২৪৬* ৪৭.৭২ ২২
মাইকেল অ্যাথারটন ১১৫ ৭,৭২৮ ১৮৫* ৩৭.৬৯ ১৬
ইয়ান বেল ১১৮ ৭,৭২৭ ২৩৫ ৪২.৬৯ ২২
কলিন কাউড্রে ১১৪ ৭,৬২৪ ১৮২ ৪৪.০৬ ২২
ওয়ালি হ্যামন্ড ৮৫ ৭,২৪৯ ৩৩৬* ৫৮.৪৫ ২২


বহিঃসংযোগ

[সম্পাদনা]
ক্রীড়া অবস্থান
পূর্বসূরী
ওয়াল্টার রবিন্স
ইংরেজ ক্রিকেট অধিনায়ক
১৯৩৮-১৯৪৬/৪৭ (দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিঘ্নিত)
উত্তরসূরী
নরম্যান ইয়ার্ডলি
রেকর্ড
পূর্বসূরী
ডোনাল্ড ব্র্যাডম্যান
বিশ্বরেকর্ড – টেস্ট ক্রিকেটে সর্বোচ্চ ব্যক্তিগত রান
৩৩৬* বনাম নিউজিল্যান্ড, অকল্যান্ড, ১৯৩২-৩৩
উত্তরসূরী
লেন হাটন