ওয়ালিদ আল হায়াম

ওয়ালিদ আল হায়াম
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম ওয়ালিদ মুহাম্মদ আব্দুল্লা আলি আল হায়াম
জন্ম (1991-02-03) ৩ ফেব্রুয়ারি ১৯৯১ (বয়স ৩৩)
জন্ম স্থান মুহাররাক, বাহরাইন
উচ্চতা ১.৭৮ মিটার (৫ ফুট ১০ ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
আল মুহাররাক
জার্সি নম্বর
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯– আল মুহাররাক ১০৭ (০)
জাতীয় দল
২০১০– বাহরাইন ৭৮ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:১৩, ১৯ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:১৩, ১৯ নভেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

ওয়ালিদ মুহাম্মদ আব্দুল্লা আলি আল হায়াম (আরবি: وليد الحيام, ইংরেজি: Waleed Al Hayam; জন্ম: ৩ ফেব্রুয়ারি ১৯৯১; ওয়ালিদ আল হায়াম নামে সুপরিচিত) হলেন একজন বাহরাইনী পেশাদার ফুটবল খেলোয়াড়[] তিনি বর্তমানে বাহরাইনী ক্লাব আল মুহাররাক এবং বাহরাইন জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০০৯–১০ মৌসুমে, বাহরাইনী ক্লাব আল মুহাররাকের হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। ওয়ালিদ ২০১০ সালে বাহরাইনের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; বাহরাইনের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৭৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন

[সম্পাদনা]

ওয়ালিদ মুহাম্মদ আব্দুল্লা আলি আল হায়াম ১৯৯১ সালের ৩রা ফেব্রুয়ারি তারিখে বাহরাইনের মুহাররাকে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল

[সম্পাদনা]

২০১০ সালের ২৫শে ডিসেম্বর তারিখে, ১৯ বছর, ১০ মাস ও ২২ দিন বয়সে, বাম পায়ে ফুটবল খেলায় পারদর্শী ওয়ালিদ উজবেকিস্তানের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে বাহরাইনের হয়ে অভিষেক করেছেন। তিনি উক্ত ম্যাচের মূল একাদশে অন্তর্ভুক্ত ছিলেন; ম্যাচটি বাহরাইন ১–১ গোলে ড্র করেছিল।[] বাহরাইনের হয়ে অভিষেকের বছরে ওয়ালিদ মাত্র ১ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান

[সম্পাদনা]

আন্তর্জাতিক

[সম্পাদনা]
১৯ নভেম্বর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
বাহরাইন ২০১০
২০১১
২০১২
২০১৩
২০১৪
২০১৫
২০১৬
২০১৭ ১৩
২০১৮
২০১৯ ১৪
২০২০
২০২১
সর্বমোট ৭৮

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "كووورة: الموقع العربي الرياضي الأول"كووورة (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১ 
  2. Strack-Zimmermann, Benjamin (২৫ ডিসেম্বর ২০১০)। "Bahrain vs. Uzbekistan (1:1)"National Football Teams। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০২১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]