![]() | |||
ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ওয়ালিদ চেদিরা[১] | ||
জন্ম | ২২ জানুয়ারি ১৯৯৮ | ||
জন্ম স্থান | লরেতো, ইতালি | ||
উচ্চতা | ১.৮৭ মিটার | ||
মাঠে অবস্থান | ফরওয়ার্ড | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | বারি | ||
জার্সি নম্বর | ১১ | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৫–২০১৭ | লরেতো | ৪৯ | (৯) |
২০১৭–২০১৯ | সাঞ্জিউসতেসে | ৭২ | (১৯) |
২০১৯–২০২২ | পারমা | ০ | (০) |
২০১৯–২০২০ | → আরেজ্জো (লোন) | ১৩ | (০) |
২০২০ | → লেকো (লোন) | ২ | (০) |
২০২০–২০২১ | → মান্তোভা (লোন) | ৩৯ | (৯) |
২০২১–২০২২ | → বারি (লোন) | ৩৮ | (৭) |
২০২২– | বারি | ১২ | (৯) |
জাতীয় দল‡ | |||
২০২২– | মরক্কো | ২ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ৫ নভেম্বর, ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ২৭ সেপ্টেম্বর, ২০২২ তারিখ অনুযায়ী সঠিক। |
ওয়ালিদ চেদিরা ( আরবি: وليد شديرة ; জন্ম: ২২ জানুয়ারি, ১৯৯৮) একজন পেশাদার মরক্কান ফুটবলার। তিনি সেরি বি-এর ক্লাব বারি এবং মরক্কো জাতীয় দলে ফরোয়ার্ড হয়ে খেলেন। ইতালিতে জন্মগ্রহণ করলেও চেদিরা মরক্কোন বংশোদ্ভূত; ২০২২ সাল থেকে আন্তর্জাতিকভাবে মরক্কোর প্রতিনিধিত্ব করেছেন।
চেদিরা তার সিনিয়র ক্যারিয়ারের প্রথম চারটি মৌসুম ইতালীয় ফুটবলের নিম্ন, অ-পেশাদার স্তরে কাটিয়েছেন। [২]
১০ জুলাই, ২০১৯-এ, তিনি সেরি এ ক্লাব পারমার সাথে তিন বছরের চুক্তিতে স্বাক্ষর করেন;[৩] পারমা তাকে কিনেই ২২ জুলাই সেরি সি-এর ক্লাবআরেজ্জোতে লোনে পাঠায়।[৪] ২৫ আগস্ট লেকোর বিপক্ষে সেরি সি'তে তার অভিষেক ঘটে। [৫] অর্ধেক মৌসুমের পর পারমা ৩১ জানুয়ারি, ২০২০-এ চেদিরাকে লেকোতে লোনে পাঠায়। [৬] সেখানে মেয়াদ শেষ হয়ে এলে একই বছরের ৪ সেপ্টেম্বর তিনি লোনে মান্তোভায় যোগ দেন। [৭]
১৮ জুলাই ২০২১-এ, চেদিরা লোনে বারিতে যোগ দেন। [৮][৯] ৩০ জুন, ২০২২-এ এস. এস. সি. বারিতাকে স্থায়ীভাবে কিনে নেন এবং তাদের মধ্যে জুন, ২০২৫ পর্যন্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চেদিরা ইতালিতে জন্মগ্রহণ করলেও ছিলেন মরক্কোন বংশোদ্ভূত। [১০] ২০২২ সালের ২৩ এবং ২৭ সেপ্টেম্বর যথাক্রমে চিলি এবং প্যারাগুয়ের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচে মরক্কো জাতীয় দলের হয়ে খেলার জন্য তাকে ডাকা হয়। [১১] দ্বিতীয়ার্ধের বদলি হিসেবে চিলির বিপক্ষে নেমে তার আন্তর্জাতিক অভিষেক ঘটে; মরক্কোও ম্যাচটি ২-০ ব্যবধানে জেতে। [১২]
১০ নভেম্বর ২০২২-এ, কাতারে ২০২২ ফিফা বিশ্বকাপের জন্য তাকে মরক্কোর ২৬ সদস্যের দলে নেওয়া হয়। [১৩][১৪]
২০২২ সালের ১০ ডিসেম্বরে পর্তুগালের বিরুদ্ধে ১-০ গোলে বিজয়ের ম্যাচে তিনি আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম লাল কার্ড পান।[১৫][১৬]
বারি
ব্যক্তিগত