![]() | |
প্রতিষ্ঠিত | ১৯৬৫ |
---|---|
সদর দপ্তর | ওয়ালিস অ্যান্ড ফুতুনা |
ফিফা অধিভুক্তি | নেই |
ওয়ালিস অ্যান্ড ফুতুনা ফুটবল ফেডারেশন (ফরাসি: Fédération de Ligue de Football de Wallis et Futuna, ইংরেজি: Wallis and Futuna Soccer Federation; এছাড়াও সংক্ষেপে ডাব্লিউএফএসএফ নামে পরিচিত) হচ্ছে ওয়ালিস অ্যান্ড ফুতুনাের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।[১] এই সংস্থাটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয়েছে। এটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার সদস্যপদ লাভ করেনি। এই সংস্থার সদর দপ্তর ওয়ালিস অ্যান্ড ফুতুনায় অবস্থিত।
এই সংস্থাটি ওয়ালিস অ্যান্ড ফুতুনাের পুরুষ, নারী এবং অনূর্ধ্ব-২৩ দলের পাশাপাশি ঘরোয়া ফুটবলে ওয়ালিস অ্যান্ড ফুতুনা প্রিমিয়ার বিভাগ এবং কু দে লুত্রে-মেরের মতো প্রতিযোগিতার সকল কার্যক্রম পরিচালনা করে।
টেমপ্লেট:ওয়ালিস অ্যান্ড ফুতুনায় ফুটবল টেমপ্লেট:ওয়ালিস অ্যান্ড ফুতুনা ফুটবল ফেডারেশন