ওয়ালুন লেক, মিশিগান | |
---|---|
Census-designated place (সিডিপি) ও আনইনকর্পোরেট অঞ্চল | |
![]() এস. শোর ড্রাইভ (এম-৭৫)-সহ ওয়ালুন লেক | |
মিশিগান অঙ্গরাজ্যে অবস্থান | |
স্থানাঙ্ক: ৪৫°১৫′৫৮″ উত্তর ৮৪°৫৬′০০″ পশ্চিম / ৪৫.২৬৬১১° উত্তর ৮৪.৯৩৩৩৩° পশ্চিম | |
দেশ | মার্কিন যুক্তরাষ্ট্র |
অঙ্গরাজ্য | মিশিগান |
কাউন্টি | শার্লভোয়া |
শহর | মেলরোজ |
আয়তন | |
• মোট | ১.৩৬ বর্গমাইল (৩.৫১ বর্গকিমি) |
• স্থলভাগ | ১.৩৬ বর্গমাইল (৩.৫১ বর্গকিমি) |
• জলভাগ | ০ বর্গমাইল (০ বর্গকিমি) |
উচ্চতা | ৭১৫ ফুট (২১৮ মিটার) |
জনসংখ্যা (২০১০) | |
• মোট | ২৯০ |
• জনঘনত্ব | ২১৪/বর্গমাইল (৮২.৬/বর্গকিমি) |
সময় অঞ্চল | ইএসটি (ইউটিসি-৫) |
• গ্রীষ্মকালীন (দিসস) | ইডিটি (ইউটিসি-৪) |
জিপ কোড | ৪৯৭৯৬ |
এলাকা কোড | ২৩১ |
এফআইপিএস কোড | ২৬-৮৩১৪০ |
জিএনআইএস ফিচার আইডি | 1615729[১] |
ওয়ালুন লেক হল মার্কিন যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের শার্লভোয়া কাউন্টির একটি গ্রাম। ২০১০ সালের আদমশুমারি অনুসারে এই গ্রামের জনসংখ্যা ২৯০ জন।[২]
ওয়ালুন লেক শার্লভোয়া কাউন্টির পূর্বদিকে মেলরোজ শহরের উত্তর-পশ্চিম দিকে ওয়ালুন হ্রদের দক্ষিণ-পূর্ব তীরে অবস্থিত। এই গ্রামটি বিয়ার নদীর উত্তরের হ্রদটির ঠিক উত্তরে অবস্থিত।
মার্কিন যুক্তরাষ্ট্রের আদমশুমারি ব্যুরো অনুসারে ওয়ালুন লেকের মোট আয়তন ১.৩৬ বর্গ মাইল (৩.৫১ বর্গ কিমি)।[২]
১৮৭২ সালে জন জোন্স জুনিয়র ও তার পুত্রদ্বয় ক্লেরেন্স ও ইলিয়ট এই অঞ্চলে বসবাস শুরু করেন। তারা ১৮৭৪ সালে গ্র্যান্ড র্যাপিডস ও ইন্ডিয়ান রেলওয়ে সাথে যোগসূত্র স্থাপন করতে রেলপথ স্থাপনে সহায়তা করেন। এই স্টপটির নামকরণ করা হয় "মেলরোজ"।[৩]
মার্কিন কথাসাহিত্যিক আর্নেস্ট হেমিংওয়ে তার শৈশব এই স্থানে কাটান এবং তার কয়েকটি সাহিত্যকর্মের পটভূমি এই স্থান।[৪]