এই নিবন্ধটির একটা বড়সড় অংশ কিংবা সম্পূর্ণ অংশই একটিমাত্র সূত্রের উপর নির্ভরশীল। (এপ্রিল ২০১৪) |
ওয়াল্টার কোন | |
---|---|
জন্ম | ৯ মার্চ, ১৯২৩ |
মৃত্যু | ১৯ এপ্রিল ২০১৬ সান্তা বারবারা, ক্যালিফোর্নিয়া, যুক্তরাষ্ট্র | (বয়স ৯৩)
জাতীয়তা | মার্কিন যুক্তরাষ্ট্র |
মাতৃশিক্ষায়তন | ইউনিভার্সিটি অব টরোন্টো, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় |
পরিচিতির কারণ | Density functional theory |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৯৮), Buckley Prize |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | পদার্থবিজ্ঞান |
প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারা, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগো |
ডক্টরাল উপদেষ্টা | জুলিয়ান শুইঙার |
স্বাক্ষর | |
ওয়াল্টার কোন (৯ মার্চ, ১৯২৩ - ১৯ এপ্রিল, ২০১৬) একজন অস্ট্রীয়-মার্কিন তাত্ত্বিক পদার্থবিজ্ঞানী। তিনি ১৯৯৮ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
কোন ১৯৪৬ সালে ইউনিভার্সিটি অব টরোন্টো থেকে ফলিত গণিতে এমএ ডিগ্রি লাভ করেন। ১৯৪৮ সালে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞানে পিএইচডি ডিগ্রি লাভ করেন। তার পিএইচডি উপদেষ্টা ছিলেন জুলিয়ান শুইঙার। তিনি পরে কার্নেগী মেলন ইউনিভার্সিটিতে চলে যান। ১৯৬০ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান ডিয়েগোতে পদার্থবিজ্ঞান বিভাগে চেয়ারম্যান হিসেবে যোগ দেন এবং ১৯৭৯ সাল পর্যন্ত এখানেই ছিলেন। ১৯৮৪ সালে যোগ দেন ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারার পদার্থবিজ্ঞান বিভাগে।