ওয়াল্টার নর্মান হেওয়র্থ | |
---|---|
জন্ম | ১৯ মার্চ ১৮৮৩ ল্যাঙ্কাশায়ার, ইংল্যান্ড |
মৃত্যু | ১৯ মার্চ ১৯৫০, ৬৭ বছর উরসেস্টারশায়ার, ইংল্যান্ড |
জাতীয়তা | যুক্তরাজ্য |
মাতৃশিক্ষায়তন | ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ গ্যটিঙেন |
পরিচিতির কারণ | investigations on carbohydrates and vitamin C |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার ১৯৩৭ |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | জৈব রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ ডারহাম বিশ্ববিদ্যালয় বার্মিংহাম বিশ্ববিদ্যালয় |
ডক্টরাল উপদেষ্টা | William Henry Perkin, Jr., Otto Wallach |
স্বাক্ষর | |
ওয়াল্টার নর্মান হেওয়র্থ (জন্ম: ১৯ মার্চ, ১৮৮৩ - মৃত্যু: ১৯ মার্চ, ১৯৫০)[১] একজন ব্রিটিশ বিজ্ঞানী। তিনি অ্যাসকরবিক এসিড (ভিটামিন সি) নিয়ে গবেষণার জন্য বিখ্যাত। এই গবেষণার জন্য তিনি ১৯৩৭ সালে নোবেল পুরস্কার লাভ করেন। [২][৩][৪]
হেওয়র্থ ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ১৯০৬ সালে সম্মানসহ ১ম শ্রেণীতে পাস করেন। তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন ইউনিভার্সিটি অফ গ্যটিঙেন থেকে। তিনি ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয় থেকে ১৯১১ সালে ডিএসসি ডিগ্রি লাভ করেন। ১৯১২ সালে ইউনিভার্সিটি অব সেন্ট অ্যান্ড্রুজ সালে প্রভাষক হিসেবে নিযুক্ত হন। ১৯২০ সালে ডারহাম বিশ্ববিদ্যালয় এ জৈব রসায়নের অধ্যাপক নিযুক্ত হন। ১৯২৫ সালে বার্মিংহাম বিশ্ববিদ্যালয় এ রসায়নের অধ্যাপক নিযুক্ত হন। এখানে তিনি ১৯৪৮ সাল পর্যন্ত কর্মরত ছিলেন।