ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি | |
---|---|
![]() | |
জন্ম | |
মৃত্যু | ১৫ জুন ১৯৭১ | (বয়স ৬৬)
জাতীয়তা | মার্কিন |
মাতৃশিক্ষায়তন | Earlham College ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন |
পুরস্কার | রসায়নে নোবেল পুরস্কার (১৯৪৬) ফ্রাঙ্কলিন মেডেল (১৯৪৮) |
বৈজ্ঞানিক কর্মজীবন | |
কর্মক্ষেত্র | রসায়ন |
প্রতিষ্ঠানসমূহ | রকফেলার বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে |
ওয়েন্ডেল মেরেডিথ স্ট্যানলি একজন মার্কিন রসায়নবিদ এবং ভাইরাসবিদ। তিনি ১৯৪৬ সালে রসায়নে নোবেল পুরস্কার লাভ করেন।
স্ট্যানলি ১৯০৪ সালের ১৬ অগাস্ট জন্মগ্রহণ করেন। ইউনিভার্সিটি অফ ইলিনয় অ্যাট আর্বানা-শ্যাম্পেইন থেকে ১৯২৭ সালে এমএসসি এবং ১৯২৯ সালে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ১৯৪৮ সালে ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের প্রাণরসায়নের অধ্যাপক নিযুক্ত হন এবং ১৯৪৮ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। ১৯৫৮ সালে ভাইরাসবিদ্যা বিভাগের অধ্যাপক এবং চেয়ারম্যান নিযুক্ত হন।[১]