ওয়েলিংটন ক্রিকেট দল

ওয়েলিংটন ফায়ারবার্ডস
একদিনের ম্যাচ নামওয়েলিংটন ফায়ারবার্ডস
কর্মীবৃন্দ
অধিনায়কনিউজিল্যান্ড মাইকেল ব্রেসওয়েলহামিশ বেনেট
কোচনিউজিল্যান্ড ব্রুস এডগার ও গ্লেন পকনল
দলের তথ্য
প্রতিষ্ঠা১৮৭৩
স্বাগতিক মাঠব্যাসিন রিজার্ভ
ধারণক্ষমতা১১,৬০০
ইতিহাস
প্রথম শ্রেণী অভিষেকঅকল্যান্ড এইসেস
১৮৭৩ সালে
ওয়েলিংটন
প্লাঙ্কেট শীল্ড জয়২০
ফোর্ড ট্রফি জয়
সুপার স্ম্যাশ জয়
দাপ্তরিক ওয়েবসাইটওয়েলিংটন ফায়ারবার্ডস

ওয়েলিংটন ক্রিকেট দল (ইংরেজি: Wellington cricket team) নিউজিল্যান্ডের ছয়টি প্রথম-শ্রেণীর ক্রিকেট দলগুলোর অন্যতম। নিউজিল্যান্ড ক্রিকেট কর্তৃক দলটি পরিচালিত হচ্ছে। সংক্ষেপে দলটি ওয়েলিংটন ফায়ারবার্ডস নামে পরিচিত। ওয়েলিংটনভিত্তিক দলটি চারদিনের প্রথম-শ্রেণীর ক্রিকেট প্রতিযোগিতা প্লাঙ্কেট শীল্ডে অংশগ্রহণ করে আসছে। এছাড়াও, একদিনের ঘরোয়া প্রতিযোগিতা ফোর্ড ট্রফিসুপার স্ম্যাশ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে।

সম্মাননা

[সম্পাদনা]

১৯২৩-২৪, ১৯২৫-২৬, ১৯২৭-২৮, ১৯২৯-৩০, ১৯৩১-৩২, ১৯৩৫-৩৬, ১৯৪৯-৫০, ১৯৫৪-৫৫, ১৯৫৬-৫৭, ১৯৬০-৬১, ১৯৬১-৬২, ১৯৬৫-৬৬, ১৯৭২-৭৩, ১৯৭৩-৭৪, ১৯৮১-৮২, ১৯৮২-৮৩,১৯৮৩-৮৪, ১৯৮৯-৯০, ২০০০-০১, ২০০৩-০৪

১৯৭৩-৭৪, ১৯৭৪-৭৫, ১৯৮১-৮২, ১৯৮৮-৮৯, ১৯৯০-৯১, ২০০১-০২, ২০১৩-১৪

২০১৪-১৫, ২০১৬-১৭

আয়োজক দল হিসেবে নিজেদের খেলাগুলো ওয়েলিংটনের ব্যাসিন রিজার্ভ মাঠে আয়োজন করে থাকে। এ মাঠটি বড়দের রাগবি দল ওবিইউ মৌসুম বহির্ভূত সময়ে ব্যবহার করে থাকে। এছাড়াও, মাঝেমধ্যে দিবা/রাত্রির খেলা আয়োজনে ওয়েস্টপ্যাক স্টেডিয়াম ও ব্যাসিন রিজার্ভে কোন কারণে ব্যবহার করা সম্ভব না হলে কারোরি পার্কে প্রথম-শ্রেণীর খেলা আয়োজনের ব্যবস্থা করা হয়।

দলের সদস্য

[সম্পাদনা]

২০১৬-১৭ মৌসুমে ওয়েলিংটন ফায়ারবার্ডসে অংশগ্রহণকারী খেলোয়াড়:[]

উল্লেখযোগ্য খেলোয়াড়

[সম্পাদনা]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "2016-17 Firebirds Squad - Cricket Wellington"Cricket Wellington (ইংরেজি ভাষায়)। ২০১৬-১২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৬-১২-৩১ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]