ওরলি वरळी | |
---|---|
শহরতলী | |
![]() বান্দ্রা থেকে ওরলির গগনরৈখিক দৃশ্য | |
স্থানাঙ্ক: ১৯°০০′০০″ উত্তর ৭২°৪৮′৫৪″ পূর্ব / ১৯.০০° উত্তর ৭২.৮১৫° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | মহারাষ্ট্র |
মহানগরী | মুম্বই |
ভাষা | |
• দাপ্তরিক | মারাঠী |
সময় অঞ্চল | ভাপ্রস (ইউটিসি+৫:৩০) |
ডাক | ৪০০০৩০ |
এলাকা কোড | ০২২ |
যানবাহন নিবন্ধন | মহারাষ্ট্র ০১ |
পৌর সংস্থা | বৃমুমপা |
ওরলি, ওর্লী, ওয়ারলী বা বরলী (মারাঠি: वरळी) মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ের দক্ষিণাংশে আরব সাগরের উপকূলে অবস্থিত একটি শহরতলী বা উপনগর।[১]
ওর্লি মুম্বইয়ের দক্ষিণাংশে আরব সাগরের উপকূলে অবস্থিত। এখান থেকে হাজী আলী দরগাহ মাত্র ৫০০ মিটার দূরেই অবস্থিত, যা মুম্বইয়ের দর্শনীয় স্থানগুলির একটি। ওর্লির দক্ষিণ ও পশ্চিমদিক আরব সাগর দ্বারা বেষ্টিত, পূর্বদিকে মহালক্ষ্মী এবং উত্তরদিকে প্রভাদেবী অবস্থিত। এখানকার নিকটবর্তী রেলস্টেশনগুলির মধ্যে মহালক্ষ্মী স্টেশন সবচাইতে কাছে, এছাড়াও এলফিনস্টোন, ও লোয়ার পরেল স্টেশন ইত্যাদিও নিকটতম। রাজীব গান্ধী সমুদ্রসেতু নির্মাণের পর ওর্লির সাথে মুম্বই পশ্চিম উপনগরের যোগাযোগব্যবস্থায় আমূল উন্নতি ঘটেছে।
এই অঞ্চলেই ভারতের সর্বোচ্চ বহুতল ভবনাদি অবস্থিত।[২]
১৯৭০-এর দশক থেকেই ওর্লি, মুম্বইয়ের বৃহৎ বাণিজ্য দপ্তর অঞ্চলের রূপ নেওয়া শুরু করে। বৃহৎ কোম্পানিগুলির মধ্যে শিবসাগর এস্টেট নামক একটি কোম্পানি প্রথম এই অঞ্চলে তাদের বাণিজ্যিক দপ্তর স্থাপন করে। বর্তমানে এখানে জিএসকে ফার্মা, টাটা, ডেলোইট, নোভার্টিস, এইচডিএফসি ব্যাংক, ইয়েস ব্যাংক, সাইমেনস, সিয়াট ইত্যাদি কোম্পানির শাখা-দপ্তর এখানে অবস্থিত। এছাড়া আদিত্য বিড়লা গ্রুপের মত কোম্পানির সদরদপ্তর এখানে অবস্থিত।[৩]