ওরেল গ্রিনফেল্ড

ওরেল গ্রিনফেল্ড
জন্ম (1981-08-21) ২১ আগস্ট ১৯৮১ (বয়স ৪৩)
ইসরায়েল
আন্তর্জাতিক
বছর লীগ দায়িত্ব
২০১২–বর্তমান ফিফা রেফারি
উয়েফা রেফারি

ওরেল গ্রিনফেল্ড (ইংরেজি: Orel Grinfeld; জন্ম: ২১ আগস্ট ১৯৮১) হলেন একজন ইসরায়েলি পেশাদার ফুটবল রেফারি[] তিনি ২০১২ সাল থেকে ফিফার আন্তর্জাতিক রেফারির তালিকায় রয়েছেন এবং ২০১২ সালের উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপের এলিট পর্বের দুটি গ্রুপের দুটি ম্যাচের দায়িত্ব পালন করেছেন, একই বছরের মার্চ মাসে তিনি প্রথম আন্তর্জাতিক ম্যাচের দায়িত্ব পালন করেছিলেন। ২০১৫–১৬ উয়েফা ইউরোপা লিগের গ্রুপ পর্বে ম্যাচের দায়িত্ব পালন করার মাধ্যমে তিনি প্রথমবারের মতো বড় কোন ম্যাচে রেফারির দায়িত্ব পালন করেছিলেন।[]

তিনি ২০১৮–১৯ মৌসুমে রিয়াল মাদ্রিদ এবং ভিক্টোরিয়া প্লজেনের মধ্যকার গ্রুপ পর্বের ম্যাচ পরিচালনা করার মাধ্যমে উয়েফা চ্যাম্পিয়নস লিগে অভিষেক করেছিলেন। ২০১৯–২০ মৌসুমে, তিনি প্রথম ইসরায়েলি রেফারি হিসেবে লাৎসিয়ো এবং বায়ার্ন মিউনিখের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়নস লিগের নকআউট পর্বের একটি খেলায় রেফারির দায়িত্ব পালন করেছেন।

উয়েফা ইউরো ২০২০

[সম্পাদনা]

গ্রিনফেল্ড উয়েফা ইউরো ২০২০-এর ম্যাচ পরিচালনা করার মাধ্যমে আন্তর্জাতিক পর্যায়ের বড় কোন প্রতিযোগিতায় রেফারি হিসেবে অভিষেক করেছেন। গ্রিনফেল্ড উয়েফা ইউরো ২০২০-এর গ্রুপ সি-এর নেদারল্যান্ডস এবং অস্ট্রিয়ার ম্যাচটি পরিচালনা করেছিলেন।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "Israel - O. Grinfeeld - Profile with news, career statistics and history - Soccerway"int.soccerway.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬ 
  2. "Orel Greenfield football referee stats - WorldReferee.com"worldreferee.com। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬ 
  3. UEFA.com (২০২১-০৭-০৮)। "Who is the referee? Which officials are in charge of the EURO 2020 matches?"UEFA.com (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-২৬ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]