ওলগা ইগোরেভনা জায়েতসেভা (রুশ: Ольга Игоревна Зайцева; জন্ম: ১০ নভেম্বর, ১৯৮৪) একজন রুশ স্প্রিন্টার। [১]
জায়েতসেভা ২০০৬ সালে গোথেনবার্গে ইউরোপীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে ৪০০ মিটারে ব্রোঞ্জ পদক জিতেছিলেন, পাশাপাশি ৪ × ৪০০ মিটার রিলেতে স্বর্ণপদক জিতেছিলেন। [২]
তিনি রাশিয়ার জন্য ৪ × ৪০০ মিটার রিলে দলেরও অংশ ছিলেন যেটি ২০০৬ সালে ইনডোর ইভেন্টে বিশ্ব রেকর্ড তৈরি করে। [৩]