ব্যক্তিগত তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
পূর্ণ নাম | ওশেন রোমেন টমাস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জন্ম | কিংস্টন, জ্যামাইকা | ১৮ ফেব্রুয়ারি ১৯৯৭|||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ব্যাটিংয়ের ধরন | বামহাতি | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বোলিংয়ের ধরন | ডানহাতি ফাস্ট | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ভূমিকা | বোলার | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
আন্তর্জাতিক তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
জাতীয় দল | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ওডিআই অভিষেক (ক্যাপ ১৮৬) | ২১ অক্টোবর ২০১৮ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ ওডিআই | ২ মার্চ ২০১৯ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
টি২০আই অভিষেক (ক্যাপ ৭৭) | ৪ নভেম্বর ২০১৮ বনাম ভারত | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
শেষ টি২০আই | ৫ মার্চ ২০১৯ বনাম ইংল্যান্ড | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ঘরোয়া দলের তথ্য | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
বছর | দল | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৬–বর্তমান | জ্যামাইকা | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৬–বর্তমান | জ্যামাইকা তাল্লাহজ | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
২০১৯–বর্তমান | রাজস্থান রয়্যালস | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
খেলোয়াড়ী জীবনের পরিসংখ্যান | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
উৎস: ইএসপিএনক্রিকইনফো.কম, ৮ মার্চ, ২০১৯ |
ওশেন রোমেন টমাস (ইংরেজি: Oshane Thomas; জন্ম: ১৮ ফেব্রুয়ারি, ১৯৯৭) জ্যামাইকায় জন্মগ্রহণকারী প্রথিতযশা ওয়েস্ট ইন্ডিয়ান আন্তর্জাতিক ক্রিকেটার।ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের অন্যতম সদস্য তিনি। অক্টোবর, ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম খেলতে নামেন।[১] ঘরোয়া প্রথম-শ্রেণীর ওয়েস্ট ইন্ডিয়ান ক্রিকেটে জ্যামাইকা দলের প্রতিনিধিত্ব করছেন। এছাড়াও, ঘরোয়া ক্রিকেটে জ্যামাইকা তাল্লাহজ ও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে রাজস্থান রয়্যালসের পক্ষে খেলছেন তিনি। দলে তিনি মূলতঃ ডানহাতি ফাস্ট বোলিং করে থাকেন।[২] এছাড়াও, নিচেরসারিতে ডানহাতে কার্যকরী ব্যাটিং করে থাকেন ওশেন টমাস।
১৮ নভেম্বর, ২০১৬ তারিখে কিংস্টনে চারদিনের আঞ্চলিক প্রতিযোগিতায় উইনওয়ার্ড আইল্যান্ডসের বিপক্ষে জ্যামাইকার সদস্যরূপে প্রথম-শ্রেণীর ক্রিকেটে অভিষেক ঘটে ওশেন টমাসের।[৩] ২০১৬ সালের সিপিএল আসরে জ্যামাইকা তাল্লাহজের পক্ষে দুই খেলায় অংশ নেন। এরপর ২০১৭ সালের আসরেও একই দলের প্রতিনিধিত্ব করেছিলেন।[৪] ২ ফেব্রুয়ারি, ২০১৮ তারিখে রিজিওন্যাল সুপার৫০ প্রতিযোগিতায় জ্যামাইকার পক্ষে লিস্ট এ ক্রিকেটে অভিষেক হয় তার।[৫]
অক্টোবর, ২০১৮ সালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের খসড়া তালিকায় ছিলেন। রংপুর রাইডার্সের সাথে চুক্তিতে উপনীত হন তিনি।[৬] ডিসেম্বর, ২০১৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের নিলামে রাজস্থান রয়্যালসের পক্ষে চুক্তিবদ্ধ হন।[৭][৮] মার্চ, ২০১৯ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে ঘিরে আইসিসি ঘোষিত আটজন নজরকাড়া খেলোয়াড়ের অন্যতম হিসেবে ঘোষিত হন।[৯]
অক্টোবর, ২০১৮ সালে স্বাগতিক ভারতের বিপক্ষে খেলার জন্যে ওয়েস্ট ইন্ডিজের একদিনের ও টি২০আই দলের সদস্য হন তিনি।[১০] ২১ অক্টোবর, ২০১৮ তারিখে গৌহাটিতে সিরিজের প্রথম ওডিআইয়ে ভারতের বিপক্ষে একদিনের আন্তর্জাতিকে অভিষেক ঘটে ওশেন টমাসের।[১১] শিখর ধাওয়ান তার প্রথম আন্তর্জাতিক উইকেট শিকারে পরিণত হয়েছিলেন।[১২] ঐ উইকেট প্রাপ্তি উদ্যাপন করতে গিয়ে শাই হোপের সাথে গুরুতর আহত হন।
একই সালের ৪ নভেম্বর তারিখে একই দলের বিপক্ষে টুয়েন্টি২০ আন্তর্জাতিকের অভিষেক পর্ব সম্পন্ন হয় তার। ঐ খেলায় রোহিত শর্মা ও শিখর ধাওয়ানকে আউট করেন তিনি।[১৩] জানুয়ারি, ২০১৯ সালে সফরকারী ইংরেজ দলের বিপক্ষে টেস্ট খেলার জন্য ওয়েস্ট দলের সদস্যরূপে তাকে রাখা হয়। তিনি আলজারি যোসেফের বিকল্প হিসেবে অন্তর্ভুক্ত হন। তবে, টেস্ট খেলার সুযোগ পাননি।[১৪] মার্চ, ২০১৯ সালে ইংল্যান্ড দলের বিপক্ষে ওডিআই সিরিজে অংশ নেন। এতে তিনি প্রথমবারের মতো ওডিআইয়ে পাঁচ-উইকেট লাভ করেন।[১৫]
এপ্রিল, ২০১৯ সালে ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ কর্তৃপক্ষ ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য ক্রিকেট বিশ্বকাপকে ঘিরে ১৫-সদস্যবিশিষ্ট ওয়েস্ট ইন্ডিজ দলের তালিকা প্রকাশ করে।[১৬][১৭] এতে তিনিও দলের অন্যতম সদস্যরূপে অন্তর্ভুক্ত হন।