ওসমান বেদেমির

ওসমান বেদেমির
দিয়ারবাকির মেয়র
কাজের মেয়াদ
২০০৪ – ২০১৪
পূর্বসূরীফেরিদুন সেলিক
উত্তরসূরীগুলতান কিশানক
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1971-01-01) ১ জানুয়ারি ১৯৭১ (বয়স ৫৪)
দিয়ারবাকির, তুরস্ক

ওসমান বেদেমির (দিয়ারবাকিরে ১৯৭১ সালে জন্ম) হলেন তুর্কী রাজনীতিবিদ, আইনজীবী ও মানবাধিকার কর্মী। তিনি কুর্দি বংশোদ্ভূত। তিনি ২০০৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত তার নিজ শহর দিয়ারবাকিরের মেয়র ছিলেন। তিনি ২০১৪ সাল পর্যন্ত পিস অ্যান্ড ডেমোক্রেসি পার্টির (বিডিপি) এবং ২০১৪ সাল থেকে এইচডিপির সদস্য ছিলেন।

জীবন এবং কর্মজীবন

[সম্পাদনা]

ওসমান বেদেমির ডিকল বিশ্ববিদ্যালয়ের আইন অনুষে থেকে স্নাতক সম্পন্ন করেন। ১৯৯৫ সালে তিনি স্বাধীন মানবাধিকার সমিতির দিয়ারবাকির শাখার সভাপতি হন। ১৯৯৫ থেকে ২০০২ সাল পর্যন্ত তিনি একজন বোর্ড সদস্য ছিলেন এবং পাশাপাশি সমিতির সহ-সভাপতি হন। ১৯৯৯ সালের ফেব্রুয়ারিতে তিনি প্রথম আইনজীবীদের একজন হয়েছিলেন যিনি স্বেচ্ছায় আব্দুল্লাহ ওজালানকে রক্ষা করেছিলেন।[] ২০০১ সালে তিনি তুরস্কের হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সদস্য হন।[] ২০০২ সালের সাধারণ নির্বাচনে, তিনি ডেমোক্রেটিক পিপলস পার্টির (ডিইএইচএপি) প্রার্থী ছিলেন, কিন্তু দলটি ১০% নির্বাচনী দোরগোড়ায় পৌঁছতে ব্যর্থ হয়েছিল। ২০০৩ সালে, ওসমান বেদেমির যুক্তরাষ্ট্রে ৬ মাস অতিবাহিত করেন, তার ইংরেজি ভাষা উন্নত করার জন্য। ২০০৪ সালে, তিনি দিয়ারবাকিরের মেয়র নির্বাচিত হন। দিয়ারবাকিরের মেয়র হিসেবে তিনি ওয়ার্ল্ড ফেডারেশন অব ইউনাইটেড সিটিজের সদস্য হয়েছিলেন, যার জন্য তিনি বিশ্বের বেশ কয়েকটি রাজধানী ভ্রমণ করেছিলেন। তিনি ইউরোপীয় সংসদে তুরস্কে কুর্দিদের যেসব সমস্যার সম্মুখীন হন সে বিষয়ে বক্তৃতাও করেছিলেন।[]

অভিযোগ ও হুমকি

[সম্পাদনা]

একজন মানবাধিকার কর্মী এবং রাজনীতিবিদ হিসেবে ওসমান বেদেমির বিভিন্ন স্তরে নিপীড়নের শিকার হয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের ২০০৪ সালের ১২ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে তার মানবাধিকার কার্যক্রমের জন্য তার বিরুদ্ধে ২০০ টি আদালতে মামলা ছিল।[] দৈনিক রাদিকাল ১১ জুলাই ২০০৬ সালে রিপোর্ট করেছে, পূর্ববর্তী দুই বছরে তার বিরুদ্ধে মোট ১২৯টি তদন্ত করা হয়েছিল।[]

ওসমান বেদেমির অসংখ্য হুমকি পেয়েছেন। ২০০১ সালের জুনে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল তার পক্ষ থেকে একটি জরুরি নিরাপত্তা পরিস্থিতি জারি করে।[] আর্মেনিয় এক সাংবাদিককে হত্যার পর, ২০০৭ সালের জানুয়ারিতে ওসমান বেদেমির ছিলেন সেই কয়েক জনের একজন যারা কিনা মৃত্যুর হুমকি পেয়েছিছিল।[]

ওসমান বেদেমিরের বিরুদ্ধে সাম্প্রতিক সময়ে আদালতের মামলাগুলির মধ্যে রয়েছে:

  • ২০০৬ সালের মে মাসে ওসমান বেদেমিরের বিরুদ্ধে একটি মৃতদেহ পরিবহনের জন্য পৌরসভার একটি অ্যাম্বুলেন্স সরবরাহ করে একটি অবৈধ কাজের অভিযোগ আনা হয়েছিল।[] ২০০৬ সালের সেপ্টেম্বরে ওসমান বেদেমির খালাস পান।[]
  • ওসমান বেদেমির এবং ডিটিপি পার্টির অন্য ৫৫ জন মেয়রকে অভিযুক্ত করা হয়েছিল কারণ ২০০৫ সালের ডিসেম্বরে তারা ডেনমার্কের প্রধানমন্ত্রী অ্যান্ডার্স ফগ রাসমুসেনের কাছে একটি পিটিশনে স্বাক্ষর করেছিলেন যাতে তিনি কুর্দি টেলিভিশন স্টেশন রোজ টিভি বন্ধ না করার আহ্বান জানান। তাদের বিরুদ্ধে পিকেকে সমর্থন করার অভিযোগ আনা হয়েছিল। বিচার শুরু হয়েছিল ২০০৬ সালের সেপ্টেম্বরে। ২০০৭ সালের এপ্রিলে প্রসিকিউটর ৫২জন মেয়রের প্রত্যেকের জন্য ১৫ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছিলেন।[১০]
  • কুর্দি ভাষায় নববর্ষের শুভেচ্ছা পাঠানোর সময় তুর্কি বর্ণমালায় নয় এমন অক্ষর ব্যবহার নিষিদ্ধ করার জন্য একটি তুর্কি আইন লঙ্ঘনের জন্য তার বিরুদ্ধে মামলা করা হয়েছিল, যার মধ্যে ছিল "W" অক্ষর।[১১] ২০০৭ সালের ১৯ এপ্রিল দিয়ারবাকির ২ নং শান্তি আদালত অভিযোগ প্রত্যাহার করে নেয় কারণ বিচার মন্ত্রণালয় এই ধরনের একটি মামলার শুনানির অনুমতি দেয়নি।[১২]
  • ২০১৭ সালের অক্টোবরে ওসমান বেদেমির ৩ পুলিশ কর্মকর্তাকে "ফ্যাসিস্ট এবং নিম্ন-জীবনধারী" বলায় এবং একজন অন-ডিউটি সরকারি কর্মচারীকে অপমান করার জন্য ১ বছর ৫ মাস এবং ১৫ দিনের কারাদণ্ডে দণ্ডিত হন। [১৩]
  • ১০ ডিসেম্বর ২০১৮ সালে আহভাল বার্তা সংস্থা রিপোর্ট করেছে যে বিক্ষোভ ও সভা আইন লঙ্ঘনের জন্য তাকে ১৮ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।[১৪]

১লা মার্চ ২০২১-এ, ক্যাসেশন কোর্টের রাষ্ট্রীয় প্রসিকিউটর বেকির শাহিন সাংবিধানিক আদালতের সামনে একটি মামলা দায়ের করেন, যার মধ্যে ছিল ওসমান বেদেমির এবং ৬৮৬ জন অন্যান্য এইচডিপি রাজনীতিবিদদের জন্য পাঁচ বছরের নিষেধাজ্ঞা। যার কারণ হিসেবে বলা হয়, একসঙ্গে রাজনীতিতে জড়িত থাকার জন্য এইচডিপি বন্ধের কারণটি যা কিনা পিকেকে'র সাথে কথিত সাংগঠনিক সংযোগের জন্য।[১৫][১৬]

ব্যক্তিগত জীবন

[সম্পাদনা]

২০০৫ সালের মে মাসে তিনি তুরস্কের হিউম্যান রাইটস অ্যাসোসিয়েশনের ডেপুটি চেয়ারম্যান রেহান ইয়ালান্দাকে বিয়ে করেন। ২০০৬ সালের ২৩শে এপ্রিলে তাদের পুত্র মির্জানিয়ার জন্ম হয়।[১৭]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. Akyol, Cahit; Kurt, Nurettin (১৯৯৯-০২-২৪)। "Yuhalandılar"Hürriyet (তুর্কি ভাষায়)। ২০১৬-০৩-০৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২০ 
  2. "Board of Founders"হিউম্যান রাইটস ফাউন্ডেশন (তুরস্ক)। ২০০৬-১২-০৪। ১৪ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২০ 
  3. Watts, Nicole F. (২০১১-০৭-০১)। Activists in Office: Kurdish Politics and Protest in Turkey (ইংরেজি ভাষায়)। ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় প্রেস। পৃষ্ঠা 83। আইএসবিএন 978-0-295-80082-0 
  4. "Turkey: Restrictive laws, arbitrary application - the pressure on human rights defenders"অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ২০০৪-০২-১২। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২০ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ] ফুটনোট ১৮ দেখুন।
  5. "Baydemir'e iki yılda 129 soruşturma"DHA (তুর্কি ভাষায়)। রাদিকাল। ২০০৬-১১-০৭। ৩০ সেপ্টেম্বর ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২০ 
  6. "Turkey: Death threats/Fear for safety Eren Keskin and Osman Baydemir"অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। ২০০১-০৬-০৬। ২০১১-০৬-১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২০ 
  7. "Singer Ferhat Tunç informed about death threat with two months delay"Freemuse। ২০০৭-০৪-১০। ১২ জুন ২০০৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২০ 
  8. Cebe, Özgur (২০০২-০৫-৩০)। "Ambulans davası açıldı"DHAমিল্লিয়াত। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২০ 
  9. "Baydemir beraat etti"DHA (তুর্কি ভাষায়)। রাদিকাল। ২০০৬-০৯-২৮। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২০ 
  10. "Prosecutor seeks 15 years for Kurdish mayors over Denmark letter"AFPপ্যারিসের কুরদিশ ইন্সটিটিউশন। ২০০৭-০৪-০৩। ২১ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২০ 
  11. "Daily human rights report"হিউম্যান রাইটস ফাউন্ডেশন (তুরস্ক)। ২০০৮-০৮-২০। ১৪ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২০ 
  12. "Daily human rights report"হিউম্যান রাইটস ফাউন্ডেশন (তুরস্ক)। ২০০৭-০৪-২০। ১৪ আগস্ট ২০০৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০০৮-০৮-২০ 
  13. Kurdistan24। "Turkey court sentences pro-Kurdish HDP's Baydemir to 17 months in prison"Kurdistan24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০২ 
  14. "Former pro-Kurdish deputies face prison"Ahval (ইংরেজি ভাষায়)। ২০২০-১০-২৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-০৭-০২ 
  15. "Turkish prosecutor seeks political ban on 687 pro-Kurdish politicians"www.duvarenglish.comগ্যাজেট দুভার। ২০২১-০৩-১৮। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৯ 
  16. "HDP indictment seeks political ban for 687 members, including Demirtaş, Buldan and Sancar"বাইয়ানেট। সংগ্রহের তারিখ ২০২১-০৩-১৯ 
  17. "ওসমান বেদেমির বিয়ে করেছেন (তুর্কি)"। জামান (সংবাদপত্র)। ২০০৫-০৮-০৬। ১৪ মার্চ ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১১-০৫-০৭ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]