ব্যক্তিগত তথ্য | |||
---|---|---|---|
পূর্ণ নাম | ওস্কার মিঙ্গেসা গার্সিয়া | ||
জন্ম | ১৩ মে ১৯৯৯ | ||
জন্ম স্থান | সান্তা পের্পেতুয়া দে মোগোদা, স্পেন | ||
উচ্চতা | ১.৮৪ মিটার (৬ ফুট ১⁄২ ইঞ্চি) | ||
মাঠে অবস্থান | রক্ষণভাগের খেলোয়াড় | ||
ক্লাবের তথ্য | |||
বর্তমান দল | সেলতা ভিগো | ||
জার্সি নম্বর | ৩ | ||
যুব পর্যায় | |||
২০০৭–২০১৮ | বার্সেলোনা | ||
জ্যেষ্ঠ পর্যায়* | |||
বছর | দল | ম্যাচ | (গোল) |
২০১৮–২০২১ | বার্সেলোনা বি | ৩৬ | (০) |
২০২০–২০২২ | বার্সেলোনা | ৪৬ | (২) |
২০২২– | সেলতা ভিগো | ০ | (০) |
জাতীয় দল‡ | |||
২০২১ | স্পেন অনূর্ধ্ব-২১ | ২ | (০) |
২০২১ | স্পেন অনূর্ধ্ব-২৩ | ৩ | (০) |
২০২১– | স্পেন | ১ | (০) |
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ০৬:২২, ৪ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক। ‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ০৬:২২, ৪ আগস্ট ২০২২ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক। |
ওস্কার মিঙ্গেসা গার্সিয়া (স্পেনীয় উচ্চারণ: [ˈos.kaɾ mĩŋ.ˈɡe.sa], স্পেনীয়: Óscar Mingueza; জন্ম: ১৩ মে ১৯৯৯; ওস্কার মিঙ্গেসা নামে সুপরিচিত) হলেন একজন স্পেনীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে স্পেনের পেশাদার ফুটবল লীগের শীর্ষ স্তর লা লিগার ক্লাব সেলতা ভিগো এবং স্পেন জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত একজন কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে ডান পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবেও খেলে থাকেন।
২০০৭–০৮ মৌসুমে, স্পেনীয় ফুটবল ক্লাব বার্সেলোনার যুব পর্যায়ের হয়ে খেলার মাধ্যমে মিঙ্গেসা ফুটবল জগতে প্রবেশ করেছেন এবং এই দলের হয়ে খেলার মাধ্যমেই তিনি ফুটবল খেলায় বিকশিত হয়েছেন। ২০১৮–১৯ মৌসুমে, স্পেনীয় ক্লাব বার্সেলোনা বি-এর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন। অতঃপর ২০২০–২১ মৌসুমে তিনি বার্সেলোনার মূল দলের হয়ে অভিষেক করেছেন। ২০২২–২৩ মৌসুমে, তিনি প্রায় ৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে বার্সেলোনা হতে সেলতা ভিগোতে যোগদান করেছেন।[১][২]
ওস্কার মিঙ্গেসা গার্সিয়া ১৯৯৯ সালের ১৩ই মে তারিখে স্পেনের সান্তা পের্পেতুয়া দে মোগোদায় জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তার বোন আরিয়াদনা মিঙ্গেসাও একজন ফুটবল খেলোয়াড়।[৩]
তিনি ২০২১ উয়েফা ইউরোপীয় অনূর্ধ্ব-২১ চ্যাম্পিয়নশিপের জন্য ২০২১ সালের মার্চ মাসে প্রকাশিত ২৩ সদস্যের স্পেন অনূর্ধ্ব-২১ দলে স্থান পেয়েছেন।[৪]