কজরন জেলা Kajran کجران | |
---|---|
জেলা | |
আফগানিস্তানে অবস্থান[১] | |
স্থানাঙ্ক: ৩৩°১২′৩৬″ উত্তর ৬৫°৩৭′১২″ পূর্ব / ৩৩.২১০০০° উত্তর ৬৫.৬২০০০° পূর্ব | |
দেশ | আফগানিস্তান |
প্রদেশ | দায়কুন্দি প্রদেশ |
আয়তন | |
• মোট | ১,৮৮৬ বর্গকিমি (৭২৮ বর্গমাইল) |
জনসংখ্যা (২০০৪) | |
• মোট | ২৬,২৫৯ |
কজরন , এছাড়াও কিজরন হিসাবে বানান করা হয়ে থাকে (ফার্সি: کجران), হচ্ছে আফগানিস্তানের দায়কুন্দি প্রদেশের একটি জেলা। ভৌগোলিক অবস্থান অনুযায়ী জেলাটির প্রায় ১,৮৮৬ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে অবস্থান করছে। ২০০৪ সালের আদমশুমারীর হিসাব অনুযায়ী এখানকার জনসংখ্যা প্রায় ২৬,২২৫ জন এর মত।[২]
২০০৪ সালে দক্ষিণের প্রতিবেশী প্রদেশ উরজগান থেকে জেলাটি স্থানান্তর করা হয়। রাজধানী কজরান প্রায় ১৩৪৬ মিটার উচ্চতায় অবস্থান করছে।
উইকিমিডিয়া কমন্স থেকে আপলোডকৃত কিছু ছবি:
আফগানিস্তানের দায়কুন্দি প্রদেশের অঞ্চল বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |