কটকটি ব্যাঙ Euphlyctis cyanophlyctis | |
---|---|
একটি স্ত্রী কটকটি ব্যাঙ | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
পর্ব: | কর্ডাটা (Chordata) |
শ্রেণি: | অ্যামফিবিয়া |
বর্গ: | ব্যাঙ (আনুরা) |
পরিবার: | Dicroglossidae |
গণ: | Euphlyctis (Schneider, 1799) |
প্রজাতি: | E. cyanophlyctis |
দ্বিপদী নাম | |
Euphlyctis cyanophlyctis (Schneider, 1799) | |
প্রতিশব্দ | |
Rana cyanophlyetis Schneider, 1799 |
কটকটি ব্যাঙ বা ভাসা ব্যাঙ (বৈজ্ঞানিক নাম: Euphlyctis cyanophlyctis) (ইংরেজি: common skittering frog, studded frog বা Indian skipper frog) পরিবারের অর্ন্তগত Euphlyctis গণের একটি সাধারণ ব্যাঙ।
দক্ষিণ এশিয়া অঞ্চল, বিশেষত: বাংলাদেশ, ভারত, মায়ানমার প্রভৃতি দেশে এই ব্যাঙ প্রচুর দেখা যায়। এদের সচরাচর জলাশয়ের কিনারায় দেখা যায় এবং বেশির ভাগসময় শুধু এদের চোখ পানির ওপর ভেসে থাকে। বিরক্ত করা হলে এরা 'কটকট' শব্দ করে জলাশয়ের গভীরে চলে যায় এবং এই শব্দ থেকেই এদের এমন নামকরণ হয়েছে। কটকটি ব্যাঙকে পানির বাইরে তেমন একটা দেখা যায় না।
বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল ২ অনুযায়ী প্রজাতিটি সংরক্ষিত।[২]