কথাসাহিত্যে পুলিৎজার পুরস্কার

কথাসাহিত্যে পুলিৎজার পুরস্কার হল সাহিত্য, নাটক ও সঙ্গীতের জন্য প্রদত্ত সাতটি পুলিৎজার পুরস্কারের একটি। এই পুরস্কারের মাধ্যমে পুরস্কার প্রদানের পূর্বের বছর কোন মার্কিন লেখকের মার্কিন জীবনযাত্রা নিয়ে রচিত প্রসিদ্ধ কথাসাহিত্যকে সম্মাননা প্রদান করা হয়। শুরুতে এই পুরস্কারের নাম ছিল উপন্যাসে পুলিৎজার পুরস্কার, যা ১৯১৭ সালে উদ্বোধনী আয়োজনের সাতটি বিভাগের একটি ছিল। কিন্তু ১৯১৭ সালে প্রথম আয়োজনে চারটি বিভাগে পুরস্কার প্রদান করা হয় এবং উপন্যাসের জন্য কোন পুরস্কার প্রদান করা হয়নি।[] উপন্যাসের জন্য প্রথম পুরস্কার প্রদান করা হয় ১৯১৮ সালে। ১৯৮০ সাল থেকে চূড়ান্ত পর্বের জন্য বিবেচিত তিনটি সাহিত্যকর্মের নাম ঘোষণা দেওয়া শুরু হয়।[]

বিজয়ী ও মনোনীতদের তালিকা

[সম্পাদনা]
দি এজ অব ইনোসেন্স (১৯২১) উপন্যাস রচনার জন্য এডিথ হোয়ার্টন এই পুরস্কার লাভ করেন।
অ্যালিস অ্যাডামস (১৯২২) উপন্যাস রচনার জন্য বুথ টার্কিংটন এই পুরস্কার লাভ করেন।
দ্য গুড আর্থ (১৯৩২) উপন্যাস রচনার জন্য পার্ল এস. বাক এই পুরস্কার লাভ করেন।
দ্য গ্রেপস অব র‍্যাথ (১৯৪০) উপন্যাস রচনার জন্য জন স্টাইন্‌বেক্‌ এই পুরস্কার লাভ করেন।
দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী (১৯৫৩) উপন্যাস রচনার জন্য আর্নেস্ট হেমিংওয়ে এই পুরস্কার লাভ করেন।
টু কিল আ মকিংবার্ড (১৯৬১) উপন্যাস রচনার জন্য হারপার লি এই পুরস্কার লাভ করেন।

১৯১৮-১৯১৯

[সম্পাদনা]
বছর সাহিত্যকর্ম সাহিত্যিক সূত্র
১৯১৮ হিজ ফ্যামিলি আর্নেস্ট পুল []
১৯১৯ দ্য ম্যাগনিফিসেন্ট অ্যাম্বারসন্স বুথ টার্কিংটন []

১৯২০-এর দশক

[সম্পাদনা]
বছর সাহিত্যকর্ম সাহিত্যিক সূত্র
১৯২০ পুরস্কার প্রদান করা হয়নি []
১৯২১ দি এজ অব ইনোসেন্স এডিথ হোয়ার্টন []
১৯২২ অ্যালিস অ্যাডামস বুথ টার্কিংটন []
১৯২৩ ওয়ান অব আওয়ার্স উইলা ক্যাথার []
১৯২৪ দি অ্যাবল ম্যাকলাফলিন্স মার্গারেট উইলসন []
১৯২৫ সো বিগ এডনা ফার্বার [১০]
১৯২৬ অ্যারোস্মিথ সিনক্লেয়ার লুইস[] [১১]
১৯২৭ আর্লি অটাম লুইস ব্রোমফিল্ড [১২]
১৯২৮ দ্য ব্রিজ অব স্যান লুইস রে থর্নটন ওয়াইল্ডার [১৩]
১৯২৯ স্কারলেট সিস্টার ম্যারি জুলিয়া পিটারকিন [১৪]

১৯৩০-এর দশক

[সম্পাদনা]
বছর সাহিত্যকর্ম সাহিত্যিক সূত্র
১৯৩০ লাফিং বয় অলিভার লা ফার্জ [১৫]
১৯৩১ ইয়ার্স অব গ্রেস মার্গারেট আয়ার বার্নস [১৬]
১৯৩২ দ্য গুড আর্থ পার্ল এস. বাক [১৭]
১৯৩৩ দ্য স্টোর টমাস সিগিসমান্ড স্ট্রিবলিং [১৮]
১৯৩৪ ল্যাম্ব ইন হিজ বোজম ক্যারোলিন মিলার [১৯]
১৯৩৫ নাউ ইন নভেম্বর জোসেফিন উইনস্লো জনসন [২০]
১৯৩৬ হানি ইন দ্য হর্ন এইচ. এল. ডেভিস [২১]
১৯৩৭ গন উইথ দ্য উইন্ড মার্গারেট মিচেল [২২]
১৯৩৮ দ্য লেট জর্জ অ্যাপলি জন ফিলিপস মার্কোয়ান্ড [২৩]
১৯৩৯ দ্য ইয়ার্লিং মার্জোরি কিনান রলিংস [২৪]

১৯৪০-এর দশক

[সম্পাদনা]
বছর সাহিত্যকর্ম সাহিত্যিক সূত্র
১৯৪০ দ্য গ্রেপস অব র‍্যাথ জন স্টাইন্‌বেক্‌ [২৫]
১৯৪১ পুরস্কার প্রদান করা হয়নি[] [২৭]
১৯৪২ ইন দিস আওয়ার লাইফ এলেন গ্লাসগো [২৮]
১৯৪৩ ড্রাগন্‌স টিথ আপটন সিনক্লেয়ার [২৯]
১৯৪৪ জার্নি ইন দ্য ডার্ক মার্টিন ফ্ল্যাভিন [৩০]
১৯৪৫ আ বেল ফর অ্যাডানো জন হার্সি [৩১]
১৯৪৬ পুরস্কার প্রদান করা হয়নি [৩২]
১৯৪৭ অল দ্য কিংস মেন রবার্ট পেন ওয়ারেন [৩৩]
১৯৪৮ টেলস অব দ্য সাউথ প্যাসিফিক জেমস এ. মিচেনার [৩৪]
১৯৪৯ গার্ড অব অনার জেমস গোল্ড কোজেন্স [৩৫]

১৯৫০-এর দশক

[সম্পাদনা]
বছর সাহিত্যকর্ম সাহিত্যিক সূত্র
১৯৫০ দ্য ওয়ে ওয়েস্ট এ. বি. গুথ্রি জুনিয়র [৩৬]
১৯৫১ দ্য টাউন কনরাড রিচনার [৩৭]
১৯৫ দ্য কেইন মিউটিনি হারমান ওক [৩৮]
১৯৫৩ দি ওল্ড ম্যান অ্যান্ড দ্য সী আর্নেস্ট হেমিংওয়ে [৩৯]
১৯৫৪ পুরস্কার প্রদান করা হয়নি [৪০]
১৯৫৫ আ ফেবল উইলিয়াম ফকনার [৪১]
১৯৫৬ অ্যান্ডারসনভিল ম্যাকিনলি ক্যান্টর [৪২]
১৯৫৭ পুরস্কার প্রদান করা হয়নি[] [৪৩]
১৯৫৮ আ ডেথ ইন দ্য ফ্যামিলি জেমস অ্যাগি[] [৪৪]
১৯৫৯ দ্য ট্রাভেলস অব জেমি ম্যাকফিটার্স রবার্ট লুইস টেলর [৪৫]

১৯৬০-এর দশক

[সম্পাদনা]
বছর সাহিত্যকর্ম সাহিত্যিক সূত্র
১৯৬০ অ্যাডভাইস অ্যান্ড কনসেন্সট অ্যালেন ড্রারি [৪৬]
১৯৬১ টু কিল আ মকিংবার্ড হারপার লি [৪৭]
১৯৬২ দি এজ অব স্যাডনেস এডউইন ওকনর [৪৮]
১৯৬৩ দ্য রেইভার্স উইলিয়াম ফকনার[] [৪৯]
১৯৬৪ পুরস্কার প্রদান করা হয়নি [৫০]
১৯৬৫ দ্য কিপার্স অব দ্য হাউজ শার্লি অ্যান গ্রাউ [৫১]
১৯৬৬ দ্য কালেক্টেড স্টোরিজ অব ক্যাথরিন অ্যান পোর্টার ক্যাথরিন অ্যান পোর্টার [৫২]
১৯৬৭ দ্য ফিক্সার বার্নার্ড মালামুড [৫৩]
১৯৬৮ দ্য কনফেশন্স অব ন্যাট টার্নার উইলিয়াম স্টাইরন [৫৪]
১৯৬৯ হাউজ মেড অব ডন এন. স্কট মোমাডে [৫৫]

১৯৭০-এর দশক

[সম্পাদনা]
বছর সাহিত্যকর্ম সাহিত্যিক সূত্র
১৯৭০ দ্য কালেক্টেড স্টোরিজ অব জিন স্ট্র্যাফোর্ড জিন স্ট্র্যাফোর্ড [৫৬]
১৯৭১ পুরস্কার প্রদান করা হয়নি[] [৫৮]
১৯৭২ অ্যাঙ্গেল অব রিপোজ ওয়ালেস স্টেগনার [৫৯]
১৯৭৩ দি অপমিস্টি্‌স ডটার ইউডোরা ওয়েল্টি [৬০]
১৯৭৪ পুরস্কার প্রদান করা হয়নি[] [৬১]
১৯৭৫ দ্য কিলার অ্যাঞ্জেলস মাইকেল শারা [৬২]
১৯৭৬ হামবোল্ট্‌স গিফট সল বেলো [৬৩]
১৯৭৭ পুরস্কার প্রদান করা হয়নি[] [৬৪]
১৯৭৮ এলবো রুম জেমস অ্যালান ম্যাকফারসন [৬৫]
১৯৭৯ দ্য স্টোরিজ অব জন চিভার জন চিভার [৬৬]

১৯৮০-এর দশক

[সম্পাদনা]
বছর সাহিত্যকর্ম সাহিত্যিক সূত্র
১৯৮০ দি এক্‌জিকিউশনার্স সং নরম্যান মেইলার [৬৭]
বার্ডি উইলিয়াম হোয়ার্টন
দ্য ঘোস্ট রাইটার ফিলিপ রথ
১৯৮১ আ কনফেডারেসি অব ডানসেস জন কেনেডি টুল (মরণোত্তর) [৬৮]
গডরিক ফ্রেডরিক বুশনার
সো লং, সি ইউ টুমরো উইলিয়াম ম্যাক্সওয়েল
১৯৮২ র‍্যাবিট ইজ রিচ জন আপডাইক [৬৯]
আ ফ্ল্যাগ ফর সানরাইজ রবার্ট স্টোন
হাউজকিপিং ম্যারিলিন রবিনসন
১৯৮৩ দ্য কালার পার্পল অ্যালিস ওয়াকার [৭০]
ডিনার অ্যাট দ্য হোমসিক রেস্টুরেন্ট অ্যান টাইলার
র‍্যাবাই অ্যান্ড ওয়াইভস চাইম গ্রেড
১৯৮৪ আয়রনউইড উইলিয়াম কেনেডি [৭১]
ক্যাথিড্রাল রেমন্ড কারভার
দ্য ফিউড টমাস বার্জার
১৯৮৫ ফরেন অ্যাফেয়ার্স অ্যালিসন লুরি [৭২]
আই উইশ দিস ওয়ার অয়ার ওভার ডায়ানা ওহেহির
লিভিং দ্য ল্যান্ড ডগলাস উঙ্গার
১৯৮৬ লোনসাম ডাভ ল্যারি ম্যাকমার্ট্রি [৭৩]
দি অ্যাক্সিডেন্টাল টুরিস্ট অ্যান টাইলার
কন্টিনেন্টাল ড্রিফট রাসেল ব্যাঙ্কস
১৯৮৭ আ সামন্স টু মেম্ফিস পিটার টেলর [৭৪]
প্যারাডাইজ ডোনাল্ড বার্থেল্ম
হোয়াইটস নরম্যান রুশ
১৯৮৮ বিলাভড টনি মরিসন [৭৫]
পার্সিয়ান নাইটস ডায়ান জনসন
দ্যাট নাইট অ্যালিস ম্যাকডারমট
১৯৮৯ ব্রিদিং লেসন্স অ্যান টাইলার [৭৬]
হোয়ার আই এম কলিং ফ্রম রেমন্ড কারভার
  1. লুইস তার প্রাপ্ত পুরস্কার প্রত্যাখ্যান করেন।
  2. কথাসাহিত্য জুরি ১৯৪১ সালের পুরস্কারের জন্য আর্নেস্ট হেমিংওয়ে'র ফর হুম দ্য বেল টোলস বইটির সুপারিশ করে। যদিও জুরিদের এই রায়ের প্রতি পুলিৎজার বোর্ডের সম্মতি ছিল, কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সভাপতি নিকোলাস মারি বাটলার বোর্ডকে জুরিদের এই রায় স্থগিত রাখতে বলেন, কারণ তার কাছে উপন্যাসটি আক্রমণাত্মক মনে হয়েছিল, ফলে এই বছর কোন পুরস্কার দেওয়া হয়নি।[২৬]
  3. কথাসাহিত্য জুরি ১৯৫৭ সালের পুরস্কারের জন্য এলিজাবেথ স্পেন্সারের দ্য ভয়েস অ্যাট দ্য ব্যাক ডোর বইটি সুপারিশ করেন, কিন্তু পুলিৎজার বোর্ড এই বছর কোন পুরস্কার প্রদান করেনি।[২৬]
  4. অ্যাগি এই বিভাগের মরণোত্তর পুরস্কার বিজয়ী।
  5. ফকনার এই বিভাগে মরণোত্তর পুরস্কার বিজয়ী।
  6. পুলিৎজার কমিটির পুলিৎজার বোর্ডকে তিনটি উপন্যাস বিবেচনার জন্য সুপারিশ করেন: ইউডোরা ওয়েল্টি'র লোজিং ব্যাটলস, সল বেলো'র মিস্টার স্যামলার্স প্ল্যানেট, ও জয়েস ক্যারল ওটসের দ্য হুইল অব লাভ। বোর্ড তিনটি উপন্যাসকেই প্রত্যাখ্যান করে এবং কোন পুরস্কার প্রদান করেনি।[৫৭]
  7. কথাসাহিত্য জুরি ১৯৭৪ সালের পুরস্কারের জন্য টমাস পাইঞ্চনের গ্র্যাভিটিস রেইনবো বইটির সুপারিশ করে, কিন্তু পুলিৎজার বোর্ড কোন পুরস্কার না প্রদান করার সিদ্ধান্ত নেয়।[২৬]
  8. কথাসাহিত্য জুরি ১৯৭৭ সালের পুরস্কারের জন্য নরমান ম্যাকলিনের আ রিভার রানস থ্রো ইট বইটির সুপারিশ করে, কিন্তু পুলিৎজার বোর্ড কোন পুরস্কার না প্রদান করার সিদ্ধান্ত নেয়। একই বছর অ্যালেক্স হ্যালির রুটস বইটিকে বিশেষ পুলিৎজার পুরস্কার প্রদান করে।[২৬]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "1917 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  2. "Pulitzer Prize for the Novel"। পুলিৎজার পুরস্কার। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  3. "1918 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  4. "1919 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  5. "1920 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  6. "1921 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  7. "1922 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  8. "1923 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  9. "1924 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  10. "1925 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  11. "1926 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  12. "1927 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  13. "1928 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  14. "1929 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  15. "1930 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  16. "1931 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  17. "1932 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  18. "1933 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  19. "1934 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  20. "1935 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  21. "1936 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  22. "1937 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  23. "1938 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  24. "1939 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  25. "1940 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  26. ম্যাকডাওয়েল, এডউইন। "PUBLISHING: PULITZER CONTROVERSIES"অর্থের বিনিময়ে সদস্যতা প্রয়োজনদ্য নিউ ইয়র্ক টাইমস (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  27. "1941 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  28. "1942 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  29. "1943 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  30. "1944 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  31. "1945 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  32. "1946 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  33. "1947 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  34. "1948 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  35. "1949 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  36. "1950 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  37. "1951 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  38. "1952 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  39. "1953 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  40. "1954 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  41. "1955 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  42. "1956 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  43. "1957 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  44. "1958 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  45. "1959 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  46. "1960 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  47. "1961 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  48. "1962 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  49. "1963 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  50. "1964 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  51. "1965 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  52. "1966 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  53. "1967 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  54. "1968 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  55. "1969 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  56. "1970 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  57. ফিশার, হাইনৎস ডিয়েট্রিচ; ফিশার, এরিকা জে. (১৯৯৭)। Novel/Fiction Awards 1917-1994: From Pearl S. Buck and Margaret Mitchell to Ernest Hemingway and John Updike। দ্য পুলিৎজার প্রাইজ আর্কাইভ। ১০ (in part D, "Belles Lettres")। মিউনিখ: কে. জি. সোর। পৃষ্ঠা LX–LXI। আইএসবিএন 9783110972115ওসিএলসি 811400780 
  58. "1971 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  59. "1972 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  60. "1973 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  61. "1974 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  62. "1975 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  63. "1976 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  64. "1977 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  65. "1978 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  66. "1979 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ১৪ জুন ২০১৯ 
  67. "1980 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  68. "1981 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  69. "1982 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  70. "1983 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  71. "1984 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  72. "1985 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  73. "1986 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  74. "1987 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  75. "1988 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 
  76. "1989 Pulitzer Prizes"পুলিৎজার পুরস্কার (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ৩১ অক্টোবর ২০১৯ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]

টেমপ্লেট:পুলিৎজার পুরস্কার