কনক চাঁপা চাকমা

কনক চাঁপা চাকমা
জন্ম (1963-05-06) ৬ মে ১৯৬৩ (বয়স ৬১)
পেশাচিত্রশিল্পী
দাম্পত্য সঙ্গীখালিদ মাহমুদ মিঠু
পুরস্কারএকুশে পদক (২০২৩)
ওয়েবসাইটwww.kanakchanpa.8m.com

কনক চাঁপা চাকমা (জন্ম ৬ মে, ১৯৬৩) একজন বাংলাদেশি চাকমা শিল্পী যিনি তাঁর কর্মজীবনের সাফল্যের জন্য জাতীয় ও আন্তর্জাতিক পুরস্কার পেয়েছেন[] এবং তিনি বাংলাদেশের জাতীয় সংখ্যালঘুদের জীবনকে চিত্রকর্মের জন্য বিখ্যাত, নারী জীবনের উপর মনোযোগ নিবদ্ধ করেন,[] এবং তাদের দৈনন্দিন জীবন বাস্তবসম্মত এবং বিমূর্ত মিশ্রিত।[] চিত্রকলায় গুরুত্বপূর্ণ অবদানের জন্য বাংলাদেশ সরকার তাকে ২০২৩ সালে তাকে একুশে পদক প্রদান করে। []

সংক্ষিপ্ত জীবনী

[সম্পাদনা]

কনক ১৯৬৩ সালে রাঙ্গামাটি পার্বত্য অঞ্চলে জন্মগ্রহণ করেন, এটি একটি দূরবর্তী পাহাড়ি এলাকা, তবল চরি নামে একটি ছোট শহরে অবস্থিত। তিনি চাকমা সদস্যদের একজন। তার বাবা একজন অবসরপ্রাপ্ত ব্যবসায়ী এবং তার মা একজন পোশাক ডিজাইনের জন্য জাতীয় পুরস্কার জিতেছেন।[] তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন এবং ১৯৮৬ সালে মাস্টার্স অব ফাইন আর্টস ডিগ্রী লাভ করেন। পরবর্তীতে তিনি ১৯৯৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া স্টেট ইউনিভার্সিটিতে আর্ট পড়েন, যেখানে তিনি মিড-আমেরিকান আর্টস অ্যালায়েন্স ফেলোশিপ লাভ করেন। তার কোর্সের সফল সমাপ্তির পর তিনি বাংলাদেশে ফিরে এসেছিলেন। তার স্বামী খালিদ মাহমুদ মিঠু একজন শিল্পী এবং চলচ্চিত্র নির্মাতা এবং তার দুই সন্তান আছে।[]

২০১৪ সালে ঢাকায় অবস্থিত বেঙ্গল আর্ট লাউঞ্জে তার ৮০টি শিল্পকর্ম প্রদর্শিত হয়।[]

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "সংরক্ষণাগারভুক্ত অনুলিপি"। ৫ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ নভেম্বর ২০১৮ 
  2. "Hanoi hosts Bengal Delta Colours exhibition"। Talk Vietnam। জুন ৬, ২০১৩। এপ্রিল ৩, ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৮, ২০১৫ 
  3. Jahangir, Apurba। "A FREE SPIRIT"দ্য ডেইলি স্টার। সংগ্রহের তারিখ মে ৯, ২০১৫ 
  4. প্রতিবেদক, নিজস্ব। "বিদ্যানন্দ ফাউন্ডেশনসহ ২১ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে একুশে পদক"দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ২০২৩-০২-১৩ 
  5. "Kanak Chanpa Chakma Speaks to VOA Bangla Service"। VOA Bangla। নভেম্বর ১৬, ২০০৮। সংগ্রহের তারিখ মার্চ ৮, ২০১৫ 
  6. "Culture breeds kinship for Kanak Chanpa Chakma"। Dhaka Calling। নভেম্বর ৫, ২০১৩। ২ এপ্রিল ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ মার্চ ৮, ২০১৫ 
  7. "Kanak Chanpa's tribute to the Chakmas"। Dhaka Mirror। নভেম্বর ১৯, ২০১৫। সংগ্রহের তারিখ মার্চ ৮, ২০১৫ 

বহিঃসংযোগ

[সম্পাদনা]