কনক্লেভ | |
---|---|
![]() মার্কিন যুক্তরাষ্ট্রে প্রেক্ষাগৃহে মুক্তিপ্রাপ্ত পোস্টার | |
ইংরেজি: Conclave | |
পরিচালক | এডওয়ার্ড বার্গার |
প্রযোজক |
|
চিত্রনাট্যকার | পিটার স্ট্রন |
উৎস | রবার্ট হ্যারিস কর্তৃক কনক্লেভ |
শ্রেষ্ঠাংশে | |
সুরকার | ফোলকার বের্টেলমান |
চিত্রগ্রাহক | স্তেফান ফঁতেন |
সম্পাদক | নিক এমারসন |
প্রযোজনা কোম্পানি |
|
পরিবেশক |
|
মুক্তি |
|
স্থিতিকাল | ১২০ মিনিট[১] |
দেশ |
|
ভাষা | ইংরেজি |
নির্মাণব্যয় | $২০ মিলিয়ন |
আয় | $৭৮ মিলিয়ন[২][৩] |
কনক্লেভ (ইংরেজি: Conclave, অনুবাদ 'গুপ্ত আলোচনা') এডওয়ার্ড বার্গার পরিচালিত ২০২৪ সালের রাজনৈতিক রোমাঞ্চকর চলচ্চিত্র। রবার্ট হ্যারিসের ২০১৬ সালের একই নামের উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটির চিত্রনাট্য লিখেছেন পিটার স্ট্রন। এতে শ্রেষ্ঠাংশে অভিনয় করেন রেফ ফাইঞ্জ, স্ট্যানলি টুচি, জন লিথগো, সের্জিও কাস্তেললিত্তো, ও ইজাবেল্লা রোসসেললিনি। এতে দেখা যায় কার্ডিনাল টমাস লরেন্স (ফাইঞ্জ) পরবর্তী পোপ নির্বাচনের জন্য পোপসংক্রান্ত গুপ্ত আলোচনার আয়োজন করেন এবং তার অনুসন্ধানে প্রত্যেক প্রার্থীর গোপন বিষয়াদি ও কেলেঙ্কারির তথ্য বেরিয়ে আসে।
২০২৪ সালের ৩০শে আগস্ট ৫১তম টেলুরাইড চলচ্চিত্র উৎসবে কনক্লেভ চলচ্চিত্রের উদ্বোধনী প্রদর্শনী হয়। চলচ্চিত্রটি ২০২৪ সালের ২৫শে অক্টোবর ফোকাস ফিচার্সের ব্যানারে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেক্ষাগৃহে এবং ২৯শে নভেম্বর ব্ল্যাক বেয়ার ইউকের ব্যানারে যুক্তরাজ্যের প্রেক্ষাগৃহে মুক্তি পায়। চলচ্চিত্রটি সমালোচকদের নিকট থেকে ইতিবাচক পর্যালোচনা লাভ করেন, বিশেষত এর অভিনয় পারদর্শিতা, পরিচালনা, চিত্রনাট্য ও চিত্রগ্রহণের জন্য প্রশংসিত হয়। এটি বিশ্বব্যাপী ৭৭.৬ মিলিয়ন মার্কিন ডলার আয় করে। ন্যাশনাল বোর্ড অব রিভিউ ও আমেরিকান ফিল্ম ইনস্টিটিউট চলচ্চিত্রটিকে তাদের ২০২৪ সালের শীর্ষ ১০ চলচ্চিত্রের তালিকায় স্থান দেয়।[৪] এটি ৯৭তম একাডেমি পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ আটটি মনোনয়ন লাভ করে,[৫] ৮২তম গোল্ডেন গ্লোব পুরস্কারে ছয়টি মনোনয়ন থেকে শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে একটি পুরস্কার অর্জন করে,[৬] এবং ৩০তম ক্রিটিকস চয়েস পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্র-সহ উইকেড-এর সাথে যৌথভাবে সর্বাধিক ১১টি মনোনয়ন লাভ করে।
২০২২ সালের মে মাসে ঘোষণা দেওয়া হয় এডওয়ার্ড বার্গারের পরিচালনায় রেফ ফাইঞ্জ, জন লিথগো, স্ট্যানলি টুচি ও ইজাবেল্লা রোসসেললিনি এই চলচ্চিত্রে অভিনয় করবেন।[৭] ২০২৩ সালের জানুয়ারি মাসে রোমে নির্মাণকাজ শুরু হলে আরও অভিনয়শিল্পীদের নাম ঘোষণা করা হয়।[৮] চলচ্চিত্রটির দৃশ্যধারণ করা হয় চিনেচিততায়।[৯] ২০২৩ সালের মার্চ মাসে দৃশ্যধারণ সমাপ্ত হয়।[১০]
কনক্লেভ | ||||
---|---|---|---|---|
কর্তৃক চলচ্চিত্র স্কোর | ||||
মুক্তির তারিখ | ২৫ অক্টোবর ২০২৪ | |||
দৈর্ঘ্য | ৪৪:০৭ | |||
সঙ্গীত প্রকাশনী | ব্যাক লট মিউজিক | |||
প্রযোজক | ফোলকার বের্টেলমান | |||
ফোলকার বের্টেলমান কালক্রম | ||||
|
জার্মান সুরকার ফোলকার বের্টেলমান কনক্লেভ চলচ্চিত্রের সুর করেন। এটি বার্গারের পরিচালিত চলচ্চিত্রে তার পঞ্চম কাজ। ইন্ডিওয়্যার-এ এক সাক্ষাৎকারে বের্টেলমান বলেন খ্রিস্টধর্মীয়ও নয় আবার ধ্রুপদীও নয় এমন সুর রচনার ক্ষেত্রে স্বল্প-পরিচিত বাদ্যযন্ত্র নিয়ে নিরীক্ষণ করতে হয়। ফলে বেশিরভাগ সুর তৈরিতে তিনি ক্রিস্টাল বাশে ব্যবহার করেন, যা ভেজা হাতে বাজাতে হয়।[১১] বের্টেলমান একই প্রক্রিয়া ব্যবহার করেন বার্গারের ইম ভেস্টেন নিশ্টস নইয়েস (২০২২) চলচ্চিত্রেও, সেখানে তিনি হারমোনিয়াম ব্যবহার করেছিলেন।[১২]
সকল গানের গীতিকার ফোলকার বের্টেলমান.।
গানের তালিকা | ||
---|---|---|
নং. | শিরোনাম | দৈর্ঘ্য |
১. | "ওভারচিউর অব কনক্লেভ" | ১:২৭ |
২. | "টিয়ার্স" | ১:৪৬ |
৩. | "রিউমার্স" | ১:৫৯ |
৪. | "সিল দ্য রুম" | ২:০২ |
৫. | "অ্যারাইভাল" | ২:০১ |
৬. | "সুন এনাফ" | ১:৩৬ |
৭. | "প্রেয়ার" | ০:৪৪ |
৮. | "দি অ্যাবিস কলস আউট" | ০:৫৯ |
৯. | "ফার্স্ট ডে" | ০:৪৪ |
১০. | "ওয়াক অব ডাউট" | ১:১০ |
১১. | "রুট অব ফিয়ার" | ১:০৭ |
১২. | "ফার্স্ট ইলেকশন" | ১:১১ |
১৩. | "নট হোয়াট উই হ্যাড হোপড" | ১:৪৩ |
১৪. | "ইভনিং প্রেয়ার" | ০:৩৪ |
১৫. | "সেকেন্ড ডে" | ১:২২ |
১৬. | "স্টিল নো রেজাল্ট" | ২:২২ |
১৭. | "আই ডোন্ট ওয়ান্ট ইউর ভোট" | ১:১৬ |
১৮. | "উইথড্র ইউর নেম" | ০:৪৭ |
১৯. | "ইউ শুড বি কেয়ারফুল" | ৪:১০ |
২০. | "ডিসকভারি" | ০:৫৮ |
২১. | "আই উড চুজ জন" | ০:৪৭ |
২২. | "এক্সপ্লোসন" | ১:৩৬ |
২৩. | "ওয়াক থ্রো রেইন" | ১:২৬ |
২৪. | "ইনোসেন্ট" | ১:৫৪ |
২৫. | "হোয়াইট ইজ ট্রাবলিং ইউ?" | ০:৫৭ |
২৬. | "ইট ইজ অফিশিয়াল" | ০:৪০ |
২৭. | "পস্টলিউড অব কনক্লেভ" | ৬:৩৬ |
টেমপ্লেট:এডওয়ার্ড বার্গার টেমপ্লেট:রবার্ট হ্যারিস টেমপ্লেট:ইন্ডিয়ান পেইন্টব্রাশ