কপিল শর্মা | |
---|---|
ਕਪਿਲ ਸ਼ਰਮਾ | |
জন্ম | [১] | ২ এপ্রিল ১৯৮১
জাতীয়তা | ভারতীয় |
পেশা | কৌতুক অভিনেতা, চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, টিভি উপস্থাপক |
কর্মজীবন | ২০০৬–বর্তমান |
পরিচিতির কারণ | দ্য কপিল শর্মা শো |
দাম্পত্য সঙ্গী | গিন্নি চতরাথ (বি. ২০১৮) |
সন্তান | ২[২] |
কপিল শর্মা (গুরুমুখী: ਕਪਿਲ ਸ਼ਰਮਾ; জন্ম: ২ এপ্রিল ১৯৮১) একজন ভারতীয় কৌতুক অভিনেতা, টেলিভিশন উপস্থাপক, চলচ্চিত্র অভিনেতা এবং প্রযোজক।[৩][৪]
কপিল শর্মা ভারতের পাঞ্জাব রাজ্যের অমৃতসরে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন পাঞ্জাব পুলিশের (ভারত) হেড কনস্টেবল এবং মা গৃহিণী।[৫] ২০০৪ সালে তার পিতা নয়া দিল্লীর একটি হাসপাতালে ক্যান্সারে আক্রান্ত অবস্থায় মারা যান।[৬] কপিল শর্মা অমৃতসরে অবস্থিত হিন্দু কলেজের ছাত্র ছিলেন।[৭]
বছর | নাম | ভূমিকা | টীকা | সূত্র. |
---|---|---|---|---|
২০০৬ | হাসডে হাসান্ডে রাভো | প্রতিযোগী | [৮] | |
২০০৭ | দ্যা গ্রেট ইন্ডিয়ান লাফটার চ্যালেঞ্জ ৩ | বিজয়ী | ||
২০০৮ | ছোটে মিয়া | সঞ্চালক | ||
২০০৮-০৯ | লাফটার নাইটস | প্রতিযোগী | ||
২০০৯ | উস্তাদো কা উস্তাদ | |||
২০০৯ | উস্তাদো কা উস্তাদ | |||
হান্স বালিয়ে | ||||
২০১০-১৩ | কমেডি সার্কাস | ৬টি ধারাবাহিক মৌসুমের বিজয়ী | ||
২০১১ | স্টার ইয়া রকস্টার | প্রতিযোগী | স্থানাধিকারী | [৯] |
২০১৩ | ঝলক দিখলাজা ৬ | সঞ্চালক | ||
২০১৩-২০১৬ | কমেডি নাইটস উইথ কাপিল | সঞ্চালক/কৌতুক কার্যসম্পাদক/অনুষ্ঠানটির সহ-প্রযোজক | ||
২০১৪ | কৌন বনেগা ক্রোরপতি | অতিথি | ||
দ্য অনুপম খের শো | ||||
২০১৫ | ৬০তম ফিল্মফেয়ার পুরস্কার | সঞ্চালক | [১০] | |
ফারাহ কি দাওয়াত | অতিথি | [১১] | ||
আপ কি আদালত | [১২] | |||
ডান্স ইন্ডিয়া ডান্স | তার প্রথম-আবির্ভূত চলচ্চিত্রের প্রচারণার জন্য | [১৩] | ||
ইন্ডিয়ান আইডল জুনিয়র | [১৪] | |||
দ্য ভয়েস ইন্ডিয়া | [১৫] | |||
আজ কি রাত হ্যা জিন্দেগী | [১৬] | |||
স্টার গিল্ড পুরস্কার | সঞ্চালক | [১৭] | ||
২০১৬ | ২২য় স্টার স্ক্রিন পুরস্কার | [১৮] | ||
৬১তম ফিল্মফেয়ার পুরস্কার | [১৯] | |||
২০১৬-২০১৭ | দ্য কপিল শর্মা শো মৌসুম ১ | সঞ্চালক/কৌতুক কার্যসম্পাদক | [২০] | |
২০১৭ | ৬২তম ফিল্মফেয়ার পুরস্কার | সঞ্চালক | [২১] | |
খফি উইথ করণ ৫ | অতিথি | [২২] | ||
বিগ বস ১১ | তার চলচ্চিত্র ফিরঙ্গির প্রচারণার জন্য | [২৩] | ||
সুপার ডান্সার অধ্যায় ২ | ||||
সা রে গা মা পা লি'ল চ্যাম্পস | ||||
ওয়ে ফিরঙ্গি ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২৩ আগস্ট ২০১৯ তারিখে | সঞ্চালক | বিশেষ অনুষ্ঠান/তার চলচ্চিত্র ফিরঙ্গির প্রচারণার জন্য | ||
২০১৮ | ফ্যামিলি টাইম উইথ কপিল শর্মা | সঞ্চালক | ||
২০১৮–বর্তমান | দ্য কপিল শর্মা শো মৌসুম ২ | সঞ্চালক/কৌতুক কার্যসম্পাদক/অনুষ্ঠানটির সহ-প্রযোজক | ||
২০২০-বর্তমান | দ্য হানি বানি শো উইথ কপিল শর্মা | নিজে |
বছর | শিরোনাম | ভূমিকা | পরিচালক | নোট |
---|---|---|---|---|
২০১০ | বাভনায়ো কো সামঝো | ঠাকুরের পুত্র | সুনিল পাল | বিশেষ আবির্ভাব |
২০১৫ | এবিসিডি ২ | নিজে | রেমো ডি'সুজা | |
কিস কিসকো পেয়ার করু | কুমার শিব রাম কিষাণ | আব্বাস-মাস্তান | প্রথম-আবির্ভাব চলচ্চিত্র | |
২০১৭ | ফিরাঙ্গী | মাঙ্গা | রাজিব ডিঙ্গরা | |
২০১৮ | সন অফ মঞ্জিত সিং | প্রযোজক/বিশেষ আবির্ভাব | বিক্রম গ্রুভার | চলচ্চিত্রের প্রযোজক |
২০১৯ | দ্য অ্যাঙরি বার্ডস মুভি ২ | রেড (কণ্ঠ) | থুরোপ ভ্যান অর্ম্যান | হিন্দি ডাব করা সংস্করণ[২৪][২৫] |
২০২০ | ইট'স মাই লাইফ | আনীস বাজমী | ||
২০২২ | জুইগাটো | মানস | নন্দিতা দাস | প্রাধান চরিত্রের ভূমিকায় |
তিনি জিতেছে কমেডি সার্কাস সিজেন ৬ সিরিজ হিসেবে প্রথম বিজয়ী.
বছর | পুরস্কার | বিভাগ | জন্য | ফলাফল | সূত্র |
---|---|---|---|---|---|
২০১২ | ভারতীয় টেলিভিশন একাডেমি পুরস্কার | সেরা অভিনেতা – কমেডি | কাহানী কমেডি সার্কাস কি | বিজয়ী | [২৬] |
২০১৩ | কমেডি নাইট উইথ কাপিল | [২৭] | |||
কৌতুক সিরিয়াল – কমেডি | কমেডি নাইট উইথ কাপিল | ||||
সিএনএন-আইবিএন ভারতীয় বছরের | বিনোদনকারী বছরের | কপিল শর্মা | [২৮] | ||
বিগ স্টার এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস ২০১৩ | সবচেয়ে বিনোদনের কমেডি শো | কমেডি নাইট উইথ কাপিল | [২৯] | ||
২০১৪ | স্টার গিল্ড অ্যাওয়ার্ডস ২০১৪ | সেরা কমেডি শো | [৩০] | ||
২০১৫ | সনি গিল্ড চলচ্চিত্র পুরস্কার | প্রতিশ্রুতিশীল আত্মপ্রকাশ (পুরুষ) | কিছ কিছকো পেয়ার কারু |
[৩১] |