কবিতা কৌশিক | |
---|---|
জন্ম | |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | অভিনেত্রী, টেলিভিশন উপস্থাপক, মডেল |
কর্মজীবন | ২০০১–বর্তমান |
পরিচিতির কারণ | এফ.আই.আর. |
উচ্চতা | ৫ ফু ৮ ইঞ্চি (১.৭৩ মি) |
দাম্পত্য সঙ্গী | রণিত বিশ্বাস (বি. ২০১৭)[১] |
কবিতা কৌশিক (জন্ম: ১৫ ফেব্রুয়ারি ১৯৮১) একজন ভারতীয় অভিনেত্রী। তিনি একতা কাপুরের কুটুম্বের মাধ্যমে টেলিভিশনে আত্মপ্রকাশ করেছিলেন।[২] কবিতা সাব টিভি সিটকম এফ.আই.আর.-এর চন্দ্রমুখী চৌটালার চরিত্রে অভিনয়ের জন্য অধিক পরিচিত, এটি এমন একটি চরিত্র যা ভারতীয় টেলিভিশন শিল্পে তার ক্যারিয়ার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।[২][৩] কবিতা আপাতবাস্তব নৃত্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নাচ বালিয়েতে অংশ নিয়েছিলেন, এবং ঝলক দিখলা জা-র অষ্টম মরশুমের অন্যতম প্রতিযোগী ছিলেন।[৪] কবিতা সাব টিভির ড. ভানুমতি অন ডিউটি-তে মূখ্য চরিত্রে অভিনয় করেছিলেন।[৫]
কবিতা ১৯৮৮ সালের ১৫ ফেব্রুয়ারি দিল্লিতে একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন।[৬][৭][৮] তার বাবা দীনেশচন্দ্র কৌশিক সি.আর.পি.এফ.-র একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা।[৩] তিনি উত্তরখণ্ডের নৈনিতালের অল সেন্ট'স স্কুল থেকে বিদ্যালয় শিক্ষাজীবন শেষ করেছিলেন এবং দিল্লির ইন্দ্রপ্রস্থ কলেজ ফর উইমেন-এ যোগ দেন, যেখান থেকে তিনি দর্শনে ডিগ্রি অর্জন করেন।[৯] তিনি কলেজের দিন থেকেই উপস্থাপিকা এবং মডেল হিসাবে তার কর্মজীবন শুরু করেছিলেন।
কবিতা কৌশিকের অভিনয়ে যাত্রা শুরু হয়েছিল যখন তিনি ২০০১ সালে টেলিভিশন ধারাবাহিক "কুটুম্ব"-এর অডিশনে এসেছিলেন। এই ধারাবাহিকে তার সফলতার পর তাকে অন্য একটি সিরিয়াল "কাহানি ঘর ঘর কি"-তে দেখা যায়, যেখানে তিনি মনয়া দোশি চরিত্রে অভিনয় করেছিলেন। কবিতা জনপ্রিয় ধারাবাহিক "কুমকুম"-এও ছিলেন, যেখানে তাকে নয়নার চরিত্রে অভিনয় করতে দেখা যায়। কবিতাকে ভিন্নভাবে দেখা গিয়েছিল জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক "রিমিক্স"-র টাপোরি আইনজীবী চরিত্রে। কবিতা জনপ্রিয় ভারতীয় টিভি সিরিয়াল সি.আই.ডি.-তে সাব-ইন্সপেক্টর অনুষ্কার চরিত্রেও অভিনয় করেছেন।[১০] লম্বা এবং সুন্দরী এই অভিনেত্রী সাব টিভির কমিক ক্রাইম শো "এফ.আই.আর." এর মাধ্যমে সবার কাছে ব্যপক পরিচিতি লাভ করে। এফ.আই.আর-এ কবিতা কৌশিক একজন হরিয়ানভি পুলিশ পরিদর্শক, চন্দ্রমুখি চৌটালার চরিত্রে অভিনয় করেছেন। ২০০৬ সালে শো শুরুর পর থেকেই দর্শকরা এই সিরিয়ালে তার চরিত্রটি পছন্দ করেছেন এবং শো-টি সকলের কাছেই গ্রহণযোগ্যতা পায়। তার শোভন প্রকৃতি এবং এই শো-তে কঠোর কিন্তু মজার উপস্থিতি তাকে সকলের মনোযোগ আকর্ষণ করতে সহায়তা করেছে। বর্তমানে তিনি ভারতীয় টেলিভিশনের শীর্ষ মহিলাদের মধ্যে একজন হিসাবে তালিকাভুক্ত হয়েছেন। কবিতা কৌশিক অভিনীত টিভি সিরিয়ালের মধ্যে রয়েছে- কেশার, ইয়ে মেরি লাইফ হ্যায়, ঘর এক স্বাপ্না, ‘'রাত হোনে কো হ্যায়'’, তোতা ওয়েডস ময়না ইত্যাদি। তাকে তার সঙ্গী করণ গ্রোভারের সাথে ২০০৫ সালে ড্যান্স আপাতবাস্তব টেলিভিশন অনুষ্ঠান "নাচ বালিয়ে"-তেও দেখা গিয়েছিল। কবিতা কৌশিক অভিনীত সিনেমাগুলি হলো- এক হাসিনা থি, মুম্বই কাটিং, ফিল্লাম সিটি, জাঞ্জির এবং ললিপপ সিন্স ১৯৪৭।
কবিতার সাথে টেলিভিশন অভিনেতা করণ গ্রোভারের সম্পর্ক ছিলো এবং তারা সেলিব্রিটি দম্পতিদের নাচের আপাতবাস্তব প্রতিযোগিতামূলক অনুষ্ঠান নাচ বালিয়ে ৩-এ অংশও নিয়েছিলেন। ২০০৮ সালে এই দম্পতি আলাদা হয়ে যায়।[১১][১২] কবিতা ২০১৭ সালে তার বন্ধু রণিত বিশ্বাসের সাথে বিবাহে আবদ্ধ হন।
এখনো সম্প্রচারিত/মুক্তি না পাওয়া অনুষ্ঠান/চলচ্চিত্র |
বছর | শিরোনাম | ভূমিকা | ভাষা |
---|---|---|---|
২০০৪ | এক হাসিনা থি | করণের প্রেমিকা | হিন্দি |
২০০৯ | মুম্বই কাটিং | হিন্দি | |
২০১১ | ফিল্লাম সিটি | হিন্দি | |
২০১৩ | জাঞ্জির | হিন্দি/তেলুগু | |
২০১৭ | ভেক বারাতান চালিয়া | সরলা ডাঙ্গি | পাঞ্জাবী |
২০১৮ | ভাধাইয়া জি ভাধাইয়া | গগণ | পাঞ্জাবী |
২০১৮ | নানকানা | অমৃত কৌর | পাঞ্জাবী |
২০১৯ | মিন্ডো তাসেলদারনী | মিন্ডো | পাঞ্জাবী[১৩] |
শিরোনাম | মূল কন্ঠ | চরিত্র | ডাবিং ভাষা | মূল ভাষা | মূল মুক্তির বছর | ডাবিং মুক্তির বছর |
---|---|---|---|---|---|---|
বোল্ট (২০০৮) | সুসি এসমান | মিটেনস (মিলি) |
হিন্দি | ইংরেজি | ২০০৮ | ২০০৮ |
বছর | শিরোনাম | ভূমিকা | চ্যানেল |
---|---|---|---|
২০০১-০৩ | কুটুম্ব | মণিকা মালহোত্রা | সনি টিভি |
২০০৪ | রাত হোনে কো হ্যায় | কবিতা | সাহারা মনোরঞ্জন |
তুমহারি দিশা | পরিণীতা | জি টিভি | |
দিল ক্যায়া চাহতা হ্যায় | নারি মার্চেন্ট | স্টার ওয়ান | |
২০০৪-০৫ | রিমিক্স | পল্লবী | |
২০০৪-০৫ | ইয়ে ম্যারি লাইফ হ্যায় | অ্যানি | সনি টিভি |
২০০৫-০৬ | সি.আই.ডি | সাব-ইন্সপেক্টর আনুষ্কা | |
২০০৬-১৫ | এফ.আই.আর. | চন্দমুখী চৌটালা | সাব টিভি |
২০০৭ | ঘর এক স্বাপ্না | ভানসিকা | সাহারা ওয়ান |
২০০৮ | নাচ বালিয়ে ৩ | প্রতিযোগী | স্টার প্লাস |
২০০৪-০৫ | কুমকুম | নয়না কুলকারানি / নয়না রাহুল ভাদ্ধা | |
আরে দিওয়ানল মুঝে পেহচানো | স্বভূমিকায় (উপস্থাপক) | ||
২০১০ | কমেডি সার্কাস কা জাদু | স্বভূমিকায় | সনি টিভি |
২০১৩ | তোতা ওয়েডস ময়না | ময়না | সাব টিভি |
২০১৫ | কমেডি নাইটস উইথ কাপিল | স্বভূমিকায় | কালার্স টিভি |
ঝলক দিখলা যা ৮ | প্রতিযোগী | ||
২০১৫-১৬ | ফেসবুক উইথ কবিতা | কবিতা | বিগ ম্যাজিক |
২০১৬ | ডা. ভানুমতী অন ডিউটি | ডাঃ ভানুমতী | সাব টিভি |
২০১৮-বর্তমান | সাবধান ইন্ডিয়া | উপস্থাপিকা | স্টার ভারত |
২০১৯ | কিচেন চ্যাম্পিয়ন | প্রতিযোগী | কালার্স টিভি |
টেলিভিশন অনুষ্ঠান এফ.আই.আর.-এ তার উল্লেখযোগ্য ভূমিকার জন্য নিম্নলিখিত পুরস্কারগুলি লাভ করেছেন:
বছর | পুরস্কার | বিভাগ | ভূমিকা | অনুষ্ঠান | ফলাফল |
---|---|---|---|---|---|
২০১০ | জি গোল্ড অ্যাওয়ার্ডস | শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী (জুরি) | ইন্সপেক্টর চন্দ্রমুখী চৌটালা | এফ.আই.আর. | বিজয়ী |
ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস | শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী (জুরি) | ||||
ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ডস | শ্রেষ্ঠ অভিনেত্রী - কৌতুক | ||||
২০১১ | জি গোল্ড অ্যাওয়ার্ডস | শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী (জুরি) | |||
ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ডস | শ্রেষ্ঠ অভিনেত্রী - কৌতুক | ||||
২০১২ | দ্য গ্লোবাল ইন্ডিয়ান ফিল্ম এবং টিভি সম্মাননা | শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী | |||
ইন্ডিয়ান টেলি অ্যাওয়ার্ডস | জনপ্রিয় শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী (জুরি) | ||||
সাব কে আনোখি অ্যাওয়ার্ডস | সাব সে আনোখি বুলি | ||||
জি গোল্ড অ্যাওয়ার্ডস | শ্রেষ্ঠ কৌতুকাভিনয়শিল্পী (জনপ্রিয়) | ||||
২০১৩ | সাব কি আনোখি অ্যাওয়ার্ডস | সাবসে আনোখি সুপারকপ |
Born and brought up in Delhi, Kaushik...