কবিতা চাহাল | |
---|---|
জন্ম | [১] | ৮ এপ্রিল ১৯৮৫
জাতীয়তা | ভারতীয় |
পরিসংখ্যান | |
ওজন | ৮১ কেজি (১৭৯ পা) |
উচ্চতা | ১.৭৫ মিটার (৫ ফুট ৯ ইঞ্চি) |
ক্রীড়া | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
প্রশিক্ষক | জগদীশ সিং | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||
পদকের তথ্য
|
কবিতা চাহাল (জন্ম ৮ই এপ্রিল ১৯৮৫) একজন ৫'৯" লম্বা হেভিওয়েট ভারতীয় মহিলা বক্সার এবং ২০১২ থেকে ২০১৪ পর্যন্ত সর্বোচ্চ বিশ্ব র্যাঙ্কিং প্রাপ্ত বক্সার ( এআইবিএ র্যাঙ্কিং - ২০১২-২০১৪ সালে [২] ) । তিনি ভারতের হরিয়ানা রাজ্যের ভাওয়ানি জেলার নিমরি গ্রামে বাস করেন।[৩] তার কৃতিত্বের স্বীকৃতি স্বরূপ, ভারত সরকার কবিতাকে ২০১৩ সালে অর্জুন পুরস্কার প্রদান[৪] করেন। চাহাল হরিয়ানার প্রথম মহিলা বক্সার যিনি অর্জুন পুরস্কারে ভূষিত হয়েছেন। চাহাল দু'বার টানা বিশ্ব চ্যাম্পিয়নশিপ পদকপ্রাপ্ত, বিশ্ব পুলিশ গেমসে ৩ বারের স্বর্ণপদক। ৮ বারের এশিয়ান চ্যাম্পিয়নশিপ, এশিয়ান কাপ পদকপ্রাপ্ত। ৯ টি স্বর্ণপদক সহ তিনি মহিলা জাতীয় চ্যাম্পিয়নশিপ বক্সিংয়ের রেকর্ডধারক। তিনি ফেডারেশন কাপে ৫ বারের স্বর্ণপদক এবং ২০১২ থেকে ২০১৮ পর্যন্ত সমস্ত ভারত পুলিশ গেমসে ৭ বার সোনার পদকপ্রাপ্ত