কবিরাজমার্গ গ্রন্থের একটি স্তবকে জনসাধারণের সাহিত্যিক দক্ষতার প্রশংসা করা হয়েছে।
কবিরাজমার্গ (কন্নড়: ಕವಿರಾಜಮಾರ್ಗ) (৮৫০ খ্রিস্টাব্দ)[১] হল কন্নড় ভাষায় রচিত ছন্দ, কাব্যতত্ত্ব ও ব্যাকরণ-বিষয়ক প্রাচীনতম প্রাপ্ত গ্রন্থ।[২][৩] এই গ্রন্থটি রাষ্ট্রকূট রাজা প্রথম অমোঘবর্ষ কর্তৃক অনুপ্রাণিত অথবা তাঁর দ্বারাই আংশিকভাবে রচিত। কোনও কোনও ইতিহাসবিদ দাবি করেন যে, এই গ্রন্থটি অংশত সংস্কৃতকাব্যাদর্শ গ্রন্থের ভিত্তিতে রচিত। কোনও কোনও ইতিহাসবিদের বিশ্বাস, কবিরাজমার্গ গ্রন্থের সহ-লেখক হলেন রাজসভার কবি তথা কন্নড় তত্ত্ববিদ শ্রীবিজয়।[২][৪]
কবিরাজমার্গ নামটির অর্থ কবিগণের রাজপথ। এই বইটি রচিত হয়েছিল কবি ও পণ্ডিতদের শিক্ষার জন্য সহায়ক পুস্তক (কবিশিক্ষা) হিসেবে। এই গ্রন্থে পূর্ববর্তী কন্নড় কাব্য ও সাহিত্যের যে তথ্যনির্দেশ করা হয়েছে তার থেকে স্পষ্ট যে এই গ্রন্থের পূর্ববর্তী শতাব্দীগুলিতে কন্নড় ভাষায় প্রচুর পরিমাণে গদ্য ও কবিতা রচিত হয়েছিল।[৫]
Sastri, Nilakanta K.A. (২০০২) [1955]। A history of South India from prehistoric times to the fall of Vijayanagar। New Delhi: Indian Branch, Oxford University Press। আইএসবিএন0-19-560686-8।
Kamath, Suryanath U. (২০০১) [1980]। A concise history of Karnataka : from pre-historic times to the present। Bangalore: Jupiter books। এলসিসিএন80905179। ওসিএলসি7796041।
Das, Sisir Kumar (২০০৫) [2006]। History of Indian literature, 500-1399: from Courtly to the Popular। New Delhi: Sahitya Akademi। আইএসবিএন81-260-2171-3।
Various (১৯৮৮) [1988]। Encyclopaedia of Indian literature – vol 2। Sahitya Akademi। আইএসবিএন81-260-1194-7।
Reu, Pandit Bisheshwar Nath (১৯৯৭) [1933]। History of the Rashtrakutas (Rathodas)। Jaipur: Publication Scheme। আইএসবিএন81-86782-12-5।
Kamat, Jyotsna। "The Rashtrakutas"। Dynasties of the Deccan। সংগ্রহের তারিখ ২০০৭-০২-০৩।