![]() | |
পূর্বসূরী | ব্রিটিশ কমনওয়েলথ গেমস ফেডারেশন |
---|---|
গঠিত | ১৯৩২ ব্রিটিশ সাম্রাজ্য গেমস ফেডারেশন হিসেবে |
ধরন | ক্রীড়া সংগঠন |
সদরদপ্তর | লন্ডন, ইংল্যান্ড |
সদস্যপদ | ৭১ সদস্য অ্যাসোসিয়েশন[১] |
দাপ্তরিক ভাষা | ইংরেজি[২] |
প্রেসিডেন্ট | ![]() |
সহ-প্রেসিডেন্ট | ![]() ![]() ![]() |
প্যাট্রন | ![]() |
উপ-প্যাট্রন | ![]() |
ওয়েবসাইট | TheCGF.com |
নীতি: মনুষ্যত্ব • সাম্য • ভবিষ্যৎ ইংরেজি: Humanity • Equality • Destiny |
কমনওয়েলথ গেমস ফেডারেশন (ইংরেজি: Commonwealth Games Federation / CGF) হল কমনওয়েলথ গেমস ও কমনওয়েলথ যুব গেমস নামক আন্তর্জাতিক স্তরের দুটি ক্রীড়া প্রতিযোগিতার নিয়ন্ত্রক সংগঠন। কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনও এই সংগঠন কর্তৃক সরাসরি নিয়ন্ত্রিত হয়। সদর দপ্তর ইংল্যান্ডের লন্ডন শহরে অবস্থিত।[৩]
নিম্নলিখিত ব্যক্তিরা কমনওয়েলথ গেমস ফেডারেশনের কার্যনির্বাহী বোর্ডের সদস্য:[৪]
পদ | নাম | দেশ | |
---|---|---|---|
উপ-প্যাট্রন | রাজকুমার এডওয়ার্ড | ![]() | |
প্রেসিডেন্ট | ডেম লুই মার্টিন | ![]() | |
ভাইস-প্রেসিডেন্ট | ব্রুস রবার্টসন | ![]() | |
ক্রিস জেনকিন্স | ![]() | ||
কেরেইন স্মিথ | ![]() | ||
আঞ্চলিক ভাইস-প্রেসিডেন্ট | আফ্রিকা | মিরিয়াম মোয়ো | ![]() |
দুই আমেরিকা | জুডি সিমন্স | ![]() | |
এশিয়া | ক্রিস চান | ![]() | |
ক্যারিবীয় | ফর্চুনা বেলরোজ | ![]() | |
ইউরোপ | হ্যারি মার্ফি | ![]() | |
ওশিয়ানিয়া | হিউজ গ্রাহাম | ![]() | |
বার্মিংহাম ২০২২ প্রতিনিধি | ইয়ান মেটকাল্ফ | ![]() | |
সিইও | কেটি স্যাডলেয়ার | ![]() | |
আইনি উপদেষ্টা | সান্দ্রা অসবোর্ন | ![]() | |
ক্রীড়াবিদ প্রতিনিধি | ব্রেন্ডান উইলিয়ামস | ![]() |
অনারারি সদস্যবৃন্দ:
পদ | নাম | দেশ |
---|---|---|
অনারারি লাইফ প্রেসিডেন্ট | অনারেবল মাইকেল ফেনেল OJ, CD | ![]() |
স্যার পিটার হিটলি CBE DL | ![]() | |
HRH টুঙ্কু ইমরান | ![]() | |
অনারারি লাইফ ভাইস-প্রেসিডেন্ট | আলেকজান্ডার বি. চাপম্যান HBM | ![]() |
শরদ রাও | ![]() | |
আর্নল্ডো দে অলিভেইরা সেলস CBE JP | ![]() | |
স্যার অস্টিন সিলি SCM | ![]() | |
ডঃ মানিকভাসাগাম জগথিশন | ![]() | |
গিডিয়ঁ স্যাম | ![]() |
সাধারণ পরিষদ হল সিজিএফ-এর চূড়ান্ত শাসন ও কর্তৃত্ব যার মধ্যে কোন শহর এবং কোন কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন কমনওয়েলথ গেমস আয়োজন করবে সেই বিষয়ে সিদ্ধান্তের উপর ভোট দেওয়ার ক্ষমতা রাখে। এটি প্রতিটি সদস্য দেশ এবং অঞ্চলগুলির একটি কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনের ৩ বা তার বেশি প্রতিনিধি, ভাইস-প্যাট্রন, লাইফ ভাইস-প্রেসিডেন্ট এবং কার্যনির্বাহী বোর্ডের সদস্যদের নিয়ে গঠিত।
সাধারণ পরিষদের অধিবেশনগুলি সিজিএফ সভাপতির সভাপতিত্বে হয়, প্রতিটি সিজিএ (কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশন) এবং প্রেসিডেন্টের একটি ভোট থাকে। তবে ভাইস-প্যাট্রন, লাইফ ভাইস-প্রেসিডেন্ট, কার্যনির্বাহী বোর্ড, কমনওয়েলথ গেমসের একটি আয়োজক কমিটির (ওসি) প্রতিনিধি এবং প্রেসিডেন্ট কর্তৃক আমন্ত্রিত পর্যবেক্ষকরা ইচ্ছাকৃতভাবে করতে পারেন কিন্তু সাধারণ পরিষদে তাদের ভোট দেওয়ার ক্ষমতা নেই।[৫]
সাধারণ সভা ও কার্যনির্বাহী বোর্ডের মুখ্য ব্যক্তি হলেন কমনওয়েলথ গেমস ফেডারেশনের প্রেসিডেন্ট। সাধারণ সভায় ভোট দ্বারা প্রেসিডেন্ট নির্বাচিত হন।[৬]