কমলাবাঈ গোখলে | |
---|---|
![]() | |
জন্ম | কমলাবাঈ কামাথ |
পেশা | চলচ্চিত্র অভিনেত্রী |
কর্মজীবন | ১৯১৩-১৯৮০ |
দাম্পত্য সঙ্গী | রঘুনাথরাও গোখলে |
কমলাবাঈ কামাট বা কমলাবাঈ গোখলে প্রথম ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী ছিলেন।[১]
কমলাবাঈ কামাটের পিতা আনন্দ ননোস্কর বম্বে শহরে স্যার জামশেদজি জিজিভাই স্কুল অব আর্ট নামক প্রতিষ্ঠানে ইতিহাসের অধ্যাপক ছিলেন। কমলাবাঈয়ের মাতা দুর্গাবাঈ কামাট পরবর্তীকালে তার কন্যার সাথে প্রথম ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে গণ্য হন। কমলাবাঈয়ের সঙ্গে পরবর্তীকালে রঘুনাথরাও গোখলের বিবাহ হয়। কমলাবাঈ তিন জন সন্তানের জন্ম দেন।
১৯১৩ খ্রিষ্টাব্দে পরিচালক দাদাসাহেব ফালকে তার রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রের জন্য কোন অভিনেত্রীর সন্ধান না পাওয়ায় আন্না সলুঙ্কে নামক একজন পুরুষকে দিয়ে নারী চরিত্রে অভিনয় করান।[২] কিন্তু মোহিণী ভস্মাসুর নামক তার পরবর্তী চলচ্চিত্রে কমলাবাঈকে মুখ্য নারী চরিত্রে অভিনয়ের সুযোগ করে দেন। কমলাবাঈয়ের মাতা দুর্গাবাঈ কামাটও এই চলচ্চিত্রে পার্বতীর চরিত্রে অভিনয় করেন।[৩] ১৯৩০-এর দশকে কমলাবাঈ বীর সাভারকরের পরিচালিত উশাপ নামক নাটকে অভিনয় করেন।[৪] তিনি দীর্ঘ ছয় দশক ধরে ৩৫টি চলচ্চিত্রে অভিনয় করেন।