কমলিনী | |
---|---|
![]() | |
২০২৩ সালে রাজবাড়ী জেলায় কমলিনী | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস ![]() | |
জগৎ/রাজ্য: | অ্যানিম্যালিয়া (Animalia) |
পর্ব: | আর্থ্রোপোডা (Arthropoda) |
শ্রেণি: | ইনসেক্টা (Insecta) |
বর্গ: | লেপিডোপ্টেরা (Lepidoptera) |
পরিবার: | Hesperiidae |
গণ: | Potanthus (Felder & Felder, 1862) |
প্রজাতি: | P. confucius |
দ্বিপদী নাম | |
Potanthus confucius (Felder & Felder, 1862) |
কমলিনী (বৈজ্ঞানিক নাম: Potanthus confucius,[১] ইংরেজি নাম: Chinese dart [২] বা Confucian dart,[৩] হেস্পেরিডি পরিবারের অন্তর্গত একটি প্রজাপতি । [৪] এদেরকে বাংলাদেশ[৫], শ্রীলঙ্কা, ভারত [২] থেকে চীন, জাপান এবং ইন্দোনেশিয়ার সুমাত্রা ও জাভা পর্যন্ত পাওয়া যায়। [৩] ফিলিপাইনের পালাওয়ান জাদুঘরের কিছু নমুনা থেকেও এদের হদিস পাওয়া গেছে বলে জানা গেছে, কিন্তু বোর্নিওতে প্রজাতির অনুপস্থিতির কারণে এগুলি ভুল লেবেল বা ভুল শনাক্ত করা হয়েছিলো বলে ধারণা করা হয়। [৬]