কমলেন্দুমতি শাহ | |
---|---|
জন্ম | তেহরি গড়ওয়াল জেলা, উত্তরাখণ্ড, ভারত |
মৃত্যু | ১৫ জুলাই ১৯৯৯ |
পেশা | রাজনীতিবিদ, সমাজকর্মী |
পুরস্কার | পদ্মভূষণ |
কমলেন্দুমতি শাহ (মৃত্যু: ১৯৯৯) একজন ভারতীয় রাজনীতিবিদ, সমাজকর্মী এবং ভারতীয় সংসদ সদস্য ছিলেন। বর্তমান উত্তরাখণ্ডের তেহরি গড়ওয়াল জেলার ব্যক্তি ছিলেন,[১] তিনি সংসদীয় রাজনীতিতে সক্রিয় থাকার জন্য পরিচিত ছিলেন। [২] ভারত সরকার তাকে সমাজে অবদানের জন্য তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মভূষণের প্রদান করে ১৯৫৮ সালে। [৩] মস্তিস্কের ক্যান্সারে আক্রান্ত হয়ে ১৫ জুলাই ১৯৯৯-এ তিনি মারা যান। [৪]